• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মানবিক বাংলাদেশ গড়তে চায় বিএনপি: আমিনুল হক

   ১৯ জুলাই ২০২৫, ০৪:৫৪ পি.এম.
ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, –আমরা ভবিষ্যৎ প্রজন্ম ও তরুণদের জন্য একটি মানবিক ও সুন্দর সমাজ গড়তে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখছেন, তা বাস্তবায়নে সমাজের প্রতিটি স্তরের মানুষের অংশগ্রহণ প্রয়োজন।–

শনিবার (১৯ জুলাই) দুপুরে রাজধানীর পল্লবীর ২ নম্বর ওয়ার্ড কমিউনিটি সেন্টারে পল্লবী রূপনগর থানার ওলামা মাশায়েখ পরিষদের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, –আমরা মানুষের পাশে থেকে সমাজকে নতুনভাবে গড়ে তুলতে চাই। কিন্তু কিছু স্বৈরাচারী ষড়যন্ত্রকারী দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায়। তাদের কথাবার্তা ও কর্মে কোনো মিল নেই। এরা দেশের স্বার্থ নয়, বরং নিজেদের স্বার্থকেই প্রাধান্য দেয়—তাই তারা কখনোই প্রকৃত দেশপ্রেমিক বা সৎ নাগরিক হতে পারে না।

ইসলামি মূল্যবোধের প্রতি বিএনপির অঙ্গীকার পুনর্ব্যক্ত করে আমিনুল হক বলেন, –বিএনপি ইসলামি মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। তারেক রহমান শিক্ষা ব্যবস্থায় আল কোরআনকে জাতীয় পাঠ্যক্রমে বাধ্যতামূলক করার পরিকল্পনা নিয়েছেন, যা দেশের প্রতিটি সাধারণ মানুষ ও আলেম সমাজের জন্য আশীর্বাদস্বরূপ হবে ইনশাআল্লাহ।

তিনি বলেন, –স্বাধীনতার ৫৩ বছর পরেও গণতন্ত্র, ভোট ও ভাতের অধিকারের জন্য বিএনপির বহু নেতাকর্মী, ছাত্র, জনতা এবং আলেমদের রক্ত দিতে হচ্ছে, জীবন দিতে হচ্ছে।

তারেক রহমানের রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা রূপরেখার প্রতি আলেমদের সমর্থন চেয়ে আমিনুল হক বলেন, –এই রূপরেখায় ধর্মীয় স্বাধীনতা ও আলেম সমাজের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে ‘বিসমিল্লাহির রহমানির রাহিম’ সংযোজন করে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠা করেছিলেন। আমরা তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজ পরিবর্তনের আন্দোলনে কাজ করছি।

তিনি আরও বলেন, –চব্বিশের গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তারা স্বৈরাচারমুক্ত বাংলাদেশ গড়ার জন্য জীবন উৎসর্গ করেছেন। আমরা তাঁদের ত্যাগকে স্মরণ করে একটি ন্যায়ের সমাজ গড়তে চাই। এই লক্ষ্য অর্জনে সবার সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন হযরত মাওলানা মুহাম্মদ সালমান (হাফিজাহুল্লাহ)। সভাপতিত্ব করেন পল্লবী রূপনগর থানার ওলামা মাশায়েখ পরিষদের সভাপতি হযরত মাওলানা আব্দুস সালাম। সভা পরিচালনা করেন মাওলানা জাকির হোসাইন কাসেমী, মুফতি আব্দুল মালেক ও মাওলানা শামিম কবির। সভায় পল্লবী ও রূপনগর থানার বিভিন্ন আলেম ও মাশায়েখরা অংশগ্রহণ ও বক্তব্য প্রদান করেন।

ভিওডি বাংলা/ডিআর

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্ত্রীর স্মৃতিচারণে যেমন ছিলেন শফিউল বারী বাবু
স্ত্রীর স্মৃতিচারণে যেমন ছিলেন শফিউল বারী বাবু
গোটা জাতি হাসিনার বিচার চায়- মির্জা ফখরুল
গোটা জাতি হাসিনার বিচার চায়- মির্জা ফখরুল
নির্বাচন পিছিয়ে দিতে সরকার একাধিক ষড়যন্ত্র করছে: আবদুস সালাম
নির্বাচন পিছিয়ে দিতে সরকার একাধিক ষড়যন্ত্র করছে: আবদুস সালাম