বাঁশখালীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার


বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের বাঁশখালীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া সম্পাদক ও ছনুয়া ইউনিয়নের ইউপি সদস্য আরফাতুল ইসলাম চৌধুরী ইমরান (৩৬) গ্রেপ্তার হয়েছেন।
শুক্রবার (১৮ জুলাই) ভোররাতে চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানার সৈয়দ শাহ রোড এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত ইমরান বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চৌধুরী মুহাম্মদ গালিব সাদলীর ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। বর্তমানে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদে রয়েছেন।
পুলিশ জানায়, ইমরান বাঁশখালীতে ছাত্র ও সাধারণ জনগণের উপর হামলার ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলার আসামি। এর আগে, গত বছরের ৩ নভেম্বর ছনুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আমান উল্লাহ আনুকে অপহরণ করে হত্যা ও লাশ গুমের অভিযোগে দায়ের করা মামলায়ও তিনি জেলহাজতে ছিলেন। এছাড়া গ্রাম্য সালিশের নামে অর্থ আত্মসাতের অভিযোগেও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৈয়দ শাহ রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হামলা, অপহরণ, হত্যাসহ একাধিক মামলা রয়েছে।”
ভিওডি বাংলা/ এমএইচ
দোকান মালিককে হত্যার ঘটনায় বিএনপির ৫ জন বহিষ্কার
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির কার্যালয়ের ভাড়া চাওয়ায় জাহাঙ্গীর ভূঁইয়া (৫৭) নামের …

কুমিল্লায় আসিফ ও কায়কোবাদ অনুসারীদের সংঘর্ষ, আহত ৬৫
কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা …

আ’ লীগ আমলে পাশের দেশের ব্যক্তিদের সঙ্গে গোপন চুক্তি হয়েছে- সি আর আবরার
আওয়ামী লীগ আমলে বিশেষ একটি দেশের প্রতিনিধিরা এসে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ …
