• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কক্সবাজারে এনসিপির পদযাত্রার শুরু

   ১৯ জুলাই ২০২৫, ০৩:১১ পি.এম.
কক্সবাজারে এনসিপির পদযাত্রার সূচনা। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার থেকে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় পদযাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (১৯ জুলাই) দুপুর ১টার দিকে কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়।

এদিন কক্সবাজারে পৌঁছান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এস এম সুজা উদ্দিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক অতিক্রম করে পাবলিক লাইব্রেরি মাঠ ও শহীদ দৌলত ময়দানে এসে শেষ হয়, যেখানে অনুষ্ঠিত হয় একটি জনসভা।

এনসিপির যুগ্ম সদস্যসচিব এস এম সুজা উদ্দিন জানান, কক্সবাজার জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন থেকে কর্মীরা বাস টার্মিনালে এসে জমায়েত হয়েছেন। তিনি বলেন, -জুলাই আন্দোলন যেমন শহরের বাইরের জনতার মাধ্যমে শুরু হয়ে শহরে প্রবেশ করেছিল, তেমনি এই পদযাত্রাও জনগণের ঢল নিয়ে শহরে প্রবেশ করেছে। জনসভাটি জনঅরণ্যে রূপ নিয়েছে।

তিনি আরও বলেন, -কক্সবাজার একটি রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ও আন্তর্জাতিক মানসম্পন্ন শহর। আমরা আশা করছি, এখানে গোপালগঞ্জের মতো কোনও অপ্রীতিকর ঘটনা ঘটবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমাদের ইতোমধ্যে আলোচনা হয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নে আমরা তাদের সহযোগিতা কামনা করছি।

পদযাত্রা শেষে এনসিপির নেতারা জুলাই শহীদদের কবর জিয়ারত করেন। এরপর তারা চকরিয়া, ঈদগাঁও ও রামুতে পথসভা ও কুশল বিনিময়ের মাধ্যমে কর্মসূচি চালিয়ে যান। যাত্রাপথে জনসাধারণের মাঝে লিফলেটও বিতরণ করা হয়।

কক্সবাজারের কর্মসূচি শেষে এনসিপি নেতারা বান্দরবানে যান, যেখানে আবু সাঈদ চত্বরে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এরপর বান্দরবানের ট্রাফিক মোড়, বাজার, চৌধুরী মার্কেট এলাকায় তারা পদযাত্রা চালিয়ে যান।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইনি ভিত্তি ছাড়া ‘জুলাই সনদে’ স্বাক্ষর নয়: আখতার হোসেন
আইনি ভিত্তি ছাড়া ‘জুলাই সনদে’ স্বাক্ষর নয়: আখতার হোসেন
স্ত্রীর স্মৃতিচারণে যেমন ছিলেন শফিউল বারী বাবু
স্ত্রীর স্মৃতিচারণে যেমন ছিলেন শফিউল বারী বাবু
গোটা জাতি হাসিনার বিচার চায়- মির্জা ফখরুল
গোটা জাতি হাসিনার বিচার চায়- মির্জা ফখরুল