জিয়াউর রহমানের হাত ধরেই মানুষ স্বাধীনতার স্বাদ পেয়েছিল: মুগ্ধর বাবা


নিজস্ব প্রতিবেদক
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই দেশের মানুষ স্বাধীনতার প্রকৃত স্বাদ পেয়েছিল বলে মন্তব্য করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর বাবা মীর মোস্তাফিজুর রহমান।
শুক্রবার (১৮ জুলাই) সকালে ঢাকার দিয়াবাড়ির অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) অডিটোরিয়ামে ‘জুলাই স্মৃতিতে অমলিন আমরা’ শীর্ষক স্মরণ সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “১৯৭১ সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, কিন্তু ১৯৭৫ সালে শেখ মুজিবুর রহমান বাকশাল কায়েম করে গণতন্ত্র ধ্বংস করেছিলেন। সেই সময় স্বাধীনতার স্বাদ হারিয়ে ফেলেছিল দেশ। শেখ হাসিনা নিজেও পরবর্তীতে হয়ে উঠেছেন স্বৈরাচারতন্ত্রের দানবকন্যা।”
সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে এডাস্ট বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান শামসুল আলম লিটন শহীদ মুগ্ধর নামে একটি মিনারেল ওয়াটার কারখানা স্থাপন ও বিনামূল্যে পানি বিতরণের ঘোষণা দেন।
তিনি বলেন, “জুলাই যোদ্ধারা জীবনের বিনিময়ে দেশকে স্বৈরাচারের দাসত্ব থেকে মুক্ত করেছেন। আওয়ামী লীগ ৫০টিরও বেশি জেলায় শিক্ষার্থী হত্যা করে মানবতাবিরোধী অপরাধ করেছে। তাদের বিচার ICT-এর দুটি আদালত দিয়ে সম্ভব নয়। প্রতিটি জেলায় দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে।”
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ. ন. ম. এহসানুল হক মিলন বলেন, “গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা প্রমাণ করে দেশে এখনো ফ্যাসিবাদী অপশক্তি সক্রিয়। একে প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এডাস্ট বিওটির সদস্য ড. মো. সিরাজুল হক চৌধুরী, সদস্য সচিব মো. কামরুজ্জামান লিটু, সদস্য কামরুন নেহার, প্রধান একাডেমিক উপদেষ্টা ড. এ. বি. এম. শহীদুল ইসলাম, মানবাধিকার গবেষক একেএম জাকির হোসেনসহ বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষার্থীরা।
স্মরণসভায় বক্তারা শহীদ মীর মুগ্ধসহ জুলাই শহীদদের স্মৃতিচারণ করেন। এছাড়া দিনব্যাপী কর্মসূচিতে ছিল স্থিরচিত্র ও ভিডিও প্রদর্শনী, মোমবাতি প্রজ্বালন, গ্রাফিতি অঙ্কনসহ নানা আয়োজন।
ভিওডি বাংলা/ এমএইচ