• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গণতন্ত্র নস্যাতে দুষ্টচক্র নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে: মঈন খান

   ১৮ জুলাই ২০২৫, ০৭:৫০ পি.এম.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান

নিজস্ব প্রতিবেদক 

দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য একটি দুষ্টচক্র নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টায় রয়েছে। তিনি বলেন, “এ দেশে নৈরাজ্য সৃষ্টি করতে নানা অপশক্তি সক্রিয়ভাবে কাজ করছে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”

শুক্রবার (১৮ জুলাই) নরসিংদীর পাঁচদোনায় মোমেন খান চত্বরে ‘জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের সকল শহীদের স্মরণে’ আয়োজিত এক আলোচনা ও সমাবেশে এসব কথা বলেন তিনি।

মঈন খান বলেন, “আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। স্বৈরাচার সরকারকে উৎখাত করা ছিল সংগ্রামের প্রথম ধাপ। সেটি সম্পন্ন হলেও আমরা এখনো গণতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশকে পুনর্গঠিত করতে পারিনি। সামনে রয়েছে বড় চ্যালেঞ্জ, যা আমাদের মোকাবিলা করতে হবে।”

তিনি ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রসঙ্গ তুলে বলেন, “এই আন্দোলন ছিল মেধাভিত্তিক। ছাত্ররা রাজপথে নেমেছিল মেধা প্রতিষ্ঠার লক্ষ্যে। সেই আন্দোলনই এক দফা দাবির মাধ্যমে স্বৈরাচারী সরকারের পতনের আন্দোলনে রূপ নেয়।”

ড. মঈন খান আরও বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যই বিএনপি আন্দোলন করে যাচ্ছে। আমরা ক্ষমতার জন্য নয়, জনগণের জন্য রাজনীতি করি।”

তিনি উল্লেখ করেন, ১৯৯৬ সালে বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রিত্ব ত্যাগ করে জনগণের দাবির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং শহীদ জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন।

বাংলাদেশের মানুষের মধ্যে প্রতিবাদের রক্ত বইছে উল্লেখ করে তিনি বলেন, “মানুষ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়। সেই নির্বাচন উপহার দিতে হলে সরকারকে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা দিতে হবে এবং সংবিধান ও রাষ্ট্রীয় কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে।”

নরসিংদীর ইতিহাস স্মরণ করে মঈন খান বলেন, “এই জেলার মানুষ ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে ’৫২, ’৬৯, ’৭১ এবং ’৯০-এর প্রতিটি গণআন্দোলনে যুক্ত ছিল। ২০২৪ সালের গণঅভ্যুত্থানেও তারা ছিল সক্রিয়।”

আলোচনা সভায় ২০২৪ সালের আন্দোলনে নিহত শহীদ তাহমিদ, ইমন, আমজাত হোসেন, আশিকুল ইসলাম রাব্বি, হাছান নিয়া, কাজী আব্দুর রহমান, আরমান মোল্লার পরিবারের হাতে এবং আহতদের মধ্যে আর্থিক সহায়তা তুলে দেন মঈন খান।

পলাশ উপজেলা বিএনপির সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় দুপুর থেকেই বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে নেতা-কর্মীরা যোগ দেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মোমেন খান চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পিআর না বুঝলে রাজনীতি করার দরকার নেই: নুর
পিআর না বুঝলে রাজনীতি করার দরকার নেই: নুর
‘পিআর পদ্ধতি খায়, না মাথায় দেয়’: সালাহউদ্দিন আহমেদ
‘পিআর পদ্ধতি খায়, না মাথায় দেয়’: সালাহউদ্দিন আহমেদ
এনসিপি নেতাদের পলায়ন জাতির জন্য লজ্জার:  ডা. আউয়াল
এনসিপি নেতাদের পলায়ন জাতির জন্য লজ্জার:  ডা. আউয়াল