• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গোপালগঞ্জে ৫৭৫ জনের বিরুদ্ধে মামলা

   ১৮ জুলাই ২০২৫, ০৫:৪২ পি.এম.
গোপালগঞ্জে পুলিশের গাতি আগুন । ছবি : সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রার সময় পুলিশের গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিগড় চরপাড়ায় এই ঘটনা ঘটে।

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক আহমদ বিশ্বাস বাদী হয়ে এই মামলা দায়ের করেছেন। এতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জেলা সভাপতি নিউটন মোল্লা, সাধারণ সম্পাদক আতাউর রহমানসহ ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরও ৪০০ জনকে আসামি করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান জানিয়েছেন, হামলার ঘটনায় ইতিমধ্যেই ৪৫ জনকে আটক করেছে যৌথ বাহিনী। এর মধ্যে ১৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মুহম্মদ কামরুজ্জামান ১৪৪ ধারা জারি করেন এবং কারফিউ ঘোষণা করেন। পরে ঢাকা বিভাগীয় কমিশনার সরফ উদ্দিন আহমদ চৌধুরীর নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক হয়ে কারফিউ আরও বাড়ানো হয়।

বুধবারের সংঘর্ষে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
ইসি সানাউল্লাহ নিরপেক্ষতা হারানোর অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা
সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
বালুমহালের ইজারার নামে নয়-ছয় সরকারের কোটি টাকা লোকসানের শঙ্কা
আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে
আসিফ মাহমুদ আ’লীগ পুনর্বাসন করলে বিএনপি বিপদে পড়বে