• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সিণ্ডিকেটে জিম্মি রাজশাহী মহিলা টিটিসি

   ১৮ জুলাই ২০২৫, ০২:২৬ পি.এম.

রাজশাহী ব্যুরো

রাজশাহী মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে অবৈধ সিণ্ডিকেটে জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। এই সিণ্ডিকেটের নেতৃত্বে রয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম। তিনি প্রতিষ্ঠান প্রধান হয়েও একজন বহিরাগত (চিফ ইনস্ট্রাক্টর দাবিদার) আতিকুর রহমান এবং অ্যাসেট প্রজেক্টের ব্লক বাটিক ও স্কিন প্রিণ্টিংয়ের গেস্ট ট্রেইনার মুন্নীর পরামর্শে প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে থাকেন। অথচ রাজস্ব খাতভুক্ত শিক্ষক-কর্মকর্তাদের কোনো পরামর্শ ও কথা আমলেই নেন না ভারপ্রাপ্ত অধ্যক্ষ। উল্টো ভারপ্রাপ্ত অধ্যক্ষ রাজস্ব খাতভুক্ত শিক্ষক-কর্মকর্তাদের তুচ্ছ-তাচ্ছিল্য ও অশালীন ভাষায় গালিগালাজ করেন। দীর্ঘ দিন ধরে এ অবস্থা চলে আসছে। এতে করে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে।

পাঁচ সদস্যের সিণ্ডিকেটের অপর দুই সদস্য হলেন- ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলামের স্ত্রী গেস্ট ট্রেইনার (গার্মেণ্ট) শায়লা শারমিন ও গার্মেণ্ট ট্রেডের ইনস্ট্রাক্টর শাহানাজ নাজনীন। এই সিণ্ডিকেটের পাঁচ সদস্যের কারণে রাজস্ব খাতভুক্ত শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা কোণঠাসা হয়ে আছেন। এ নিয়ে দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির অভ্যন্তরে চাপা ক্ষোভ ও অসন্তোষ জিইয়ে রয়েছে। কিন্তু কেউই প্রকাশ্যে মুখ খুলতে সাহস পান না।
এরই মধ্যে প্রতিষ্ঠানটির নানা অনিয়ম নিয়ে এরই মধ্যে জাতীয়, স্থানীয় পত্রিকা ও অনলাইন মিডিয়ায় সংবাদ প্রকাশিত হয়েছে। 

টিটিসির একটি সূত্র বলছে, ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম ও গেস্ট ট্রেইনার মুন্নী আকতার পতিত আ’লীগ সরকারের সক্রিয় সমর্থক হিসেবে পরিচিত। কিন্তু গত ৫ আগস্ট আ’লীগ সরকারের পতনের পর আগের রাজনৈতিক অবস্থান বদলে নিজেদের স্বার্থে তারা বর্তমানে বৈষম্য বিরোধী চেতনার বলে দাবি করছেন। সূত্র বলছে, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের অপসারিত ও পলাতক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের স্ত্রী শাহিন আকতার রেনীর সুপারিশে মুন্নীর চাকরি হয়। এরপর থেকে এখন পর্যন্ত তিনি গেস্ট ট্রেইনার হিসেবে কর্মরত আছেন।

এ ব্যাপারে চিফ ইনস্ট্রাক্টর দাবিদার (বহিরাগত) আতিকুর রহমান বলেন, আমি এখানকার শিক্ষক। বহিরাগত হবো কেন। তবে এর স্বপক্ষে কোনো সঠিক তথ্য প্রমাণ দিতে পারেননি তিনি।
এ ব্যাপারে গেস্ট ট্রেইনার মুন্নী দাবি করেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ সঠিক নয়। 

জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিকুল ইসলাম বলেন, এখানে কোনো সিণ্ডিকেট নেই। কে অভিযোগ করেছে তার নাম বলেন। তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, এখানে কোনো অনিয়ম হয় না। 

 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২
করিমগঞ্জে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ৩২
ফ্রেন্ডশিপ সোসাইটি বাঁশখালী পৌরসভার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
ফ্রেন্ডশিপ সোসাইটি বাঁশখালী পৌরসভার কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত
সিরাজগঞ্জে ভুয়া কবিরাজের দৌরাত্ম্য
সিরাজগঞ্জে ভুয়া কবিরাজের দৌরাত্ম্য