• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

৭টি লক্ষণ দেখে চিনে নিন সম্পর্কে ‘রেড ফ্ল্যাগ’

   ১৭ জুলাই ২০২৫, ০৯:৫৭ পি.এম.

লাইফস্টাইল ডেস্ক

রেড ফ্ল্যাগ মানে লাল পতাকা। ভালোবাসার রং যেমন লাল, তেমনি বিপদ বোঝাতেও লাল রং ব্যবহার করা হয় সংকেত হিসেবে। এই সংকেত শব্দের উচ্চারণ ছাড়াই তীব্রভাবে জানান দেয় অনেক কিছু। সম্পর্কের ক্ষেত্রে রেড ফ্ল্যাগ বলতে বোঝায় এমন বেশ কিছু ইঙ্গিত, যা আমরা বুঝেও বুঝি না। 

প্রেমে পড়লে মন ভালো থাকে। আর প্রেম ভাঙলে তার কষ্ট ভাষায় ব্যক্ত করা মাঝে মধ্যে কঠিন হয়ে পড়ে। আসলে প্রেম ভাঙার সঙ্গে বিশ্বাস ভাঙে, অনেক স্বপ্ন ভাঙে। এই পরিস্থিতিতে যাতে না পড়তে হয়, তাই আগে থেকে সচেতন থাকা জরুরি। প্রেমের শুরুতেই ‘রেড ফ্ল্যাগ’ কোনগুলো চিনে রাখুন। 

রোমান্টিক সম্পর্কের ক্ষেত্রে কেউ ‘রেড ফ্ল্যাগের আওতায় পড়েছেন কি-না সেটি বুঝতে হলে খেয়াল রাখতে হবে কিছু নির্দিষ্ট আচরণ ও বৈশিষ্ট্যের দিকে। 

১. সঙ্গী কষ্ট পেলেও খারাপ না লাগা

প্রেমের সম্পর্কে মান-অভিমান, ঝগড়া থাকবে না, তা কি হয়। অনেকে রাগের বশে দুর্ব্যবহারও করে ফেলেন। এ ক্ষেত্রে পর মুহূর্তেই নিজের ব্যবহারের স্বপক্ষে যুক্তি সাজাতে থাকেন? কোনো পরিস্থিতিতেই সঙ্গীর যুক্তি মানতে রাজি নন? এর ফলে সঙ্গী কষ্ট পেলেও আপনার বিশেষ কোনো খারাপ লাগে না। সম্পর্ক টিকে থাকবে কি-না তাহলে নিজেকে নিয়ে ভাবুন।

২. আপসে অনীহা

আপনি যা পছন্দ করেন সঙ্গী কি সেটা পছন্দ করেন? আপনার মতামত না মেনে নিজের মতো করে সঙ্গী কিছু করলেই তা ভুল বলে মনে হয়? তাহলে সমস্যা আপনার। আপনার উদ্দেশ ঠিক হলেও এই ধরনের আচরণ বা সঙ্গীকে ডমিনেট করার মনোভাব কখনই ‘গ্রিন ফ্ল্যাগের আচরণ হতে পারে না।

৩. বিপদে পাশে না থাকা

সম্পর্ক মানে শুধু একসঙ্গে সময় কাটানো, সুন্দর মুহূর্ত কাটানো নয়। একইভাবে বিপদে বা যে কোনো ছোট-বড় সমস্যায় প্রিয়জনকে পাশে চাওয়াই স্বাভাবিক। আপনি হয়তো নিজের একশো শতাংশ দেন। আপনার সমস্যায় পাশে থাকেন। কিন্তু আপনার সমস্যার কথা বললেই এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন? তাহলে নিজেকে প্রশ্ন করুন, সঙ্গী কি ভালোবাসেন নাকি ছলনা করছেন।  

৪. ঈর্ষান্বিত

আপনি বেশি সফলতা পেলে ভালোবাসার মানুষটি রাগ করেন। বেতন বৃদ্ধি বা প্রমোশনে হতাশা গ্রাস করেন? তাহলে আপনার সঙ্গী ‘রেড ফ্ল্যাগ’ এ রয়েছেন।

৫. ভুল স্বীকার না করা

মানুষ মানেই ভুল করতে পারে। নিজের দোষ বা অন্যায় জানা সত্ত্বেও তা স্বীকার করতে বা ক্ষমা চাইতে পারেন না? অথবা নিজের ভুল ঢাকতে ক্রমাগত মিথ্যে বলেন? তাহলে আপনার নিজেকে সংশোধন করা প্রয়োজন।

৬. তর্কে জিততে মরিয়া

আপনার সঙ্গী যে কোনো ক্ষেত্রেই সঙ্গীর সঙ্গে তর্কে জিততে মরিয়া? যে কোনো মূল্যে নিজের মতামতকেই প্রতিষ্ঠিত করতে চায়? এটাই সম্পর্কের ‘রেড ফ্ল্যাগ’ দ্রুত নিজেকে বদলাতে শুরু করুন।

৭. নানারকম গিফট আশা করা

সম্পর্কের শুরুতে সঙ্গীকে নানারকম গিফট দিয়েছেন। বা নিজের ব্যবহারের মাধ্যমে তাকে আপনার ওপর নির্ভরশীল করেছেন। কিন্তু পাল্টা গিফট না পেলে আচরণ বদলে যায়? তাহলে বুঝবেন সম্পর্কে ‘রেড ফ্ল্যাগ’।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিয়া সিড খাওয়ার ভুলেই ডেকে আনছেন বিপদ!
চিয়া সিড খাওয়ার ভুলেই ডেকে আনছেন বিপদ!
দুর্গাপুজার ৩ মিষ্টির রেসিপি
দুর্গাপুজার ৩ মিষ্টির রেসিপি
মাত্র ৩০ দিনে কোলেস্টেরল কমবে
মাত্র ৩০ দিনে কোলেস্টেরল কমবে