মুন্নি সাহার পরিবারের ১৮ কোটি টাকা ফ্রিজ


নিজস্ব প্রতিবেদক
দুদকের আবেদনের প্রেক্ষিতে সাংবাদিক মুন্নি সাহা, তার মা আপেল রানী সাহা, স্বামী কবির হোসেন ও ভাই তপন কুমার সাহার নামে থাকা ৩৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধের (ফ্রিজ) আদেশ দিয়েছেন আদালত। এসব হিসাবে ১৮ কোটি ১৬ লাখ টাকা রয়েছে বলে জানা গেছে।
বুধবার (১৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়ার আদালত এ আদেশ দেন।
তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।
এদিন দুদকের উপপরিচালক ইয়াছির আরাফাত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
ওই আবেদনে বলা হয়, সাংবাদিক মুন্নি সাহা, পরিবারের সদস্যরা এবং তার স্বামী এস এম প্রমোশনসের স্বত্বাধিকারী কবির হোসেন তাদের ব্যাংক হিসাবে অবৈধ উপায়ে অর্থ উপার্জন এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেছেন মর্মে অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে।
অনুসন্ধানকালে সংগৃহীত রেকর্ডপত্র অনুযায়ী, অভিযোগ সংশ্লিষ্টদের নামে অসংখ্য ব্যাংক হিসাব ও তাতে অনেক সন্দেহজনক লেনদেন পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যমতে, বর্তমানে এসব হিসাবসমূহে স্থিতির পরিমাণ সর্বমোট ১৮ কোটি ১৬ লাখ টাকা। এ অর্থ তারা উত্তোলনের করে বিদেশে পাচারের চেষ্টা করছেন মর্মে জানা যায়। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন। পরে শুনানি শেষে আদালত আবেদনটি মঞ্জুর করেন।
এর আগে গত ৩ জুন সাংবাদিক মুন্নি সাহা, তার মা আপেল রানী সাহা, স্বামী কবির হোসেন, দুই ভাই তপন কুমার সাহা ও প্রণব কুমার সাহার দেশত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দেন আদালত।
ভিওডি বাংলা/ এমএইচ
ধানের শীষের প্রার্থী হতে সুপ্রিম কোর্টের ৪০ আইনজীবীর দৌড়ঝাঁপ
জ্যেষ্ঠ প্রতিবেদক
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ডিসেম্বরের মধ্যে জাতীয় …

তারেক রহমানের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি শুরু
আদালত প্রতিবেদক
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান …

কাঠগড়ায় আসামির আত্মহত্যার চেষ্টা
আদালত প্রতিবেদক
আদালতেরর কাঠগড়ায় দাঁড়িয়ে গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন …
