গোপালগঞ্জে রাত ৮টা থেকে কারফিউ


নিজস্ব প্রতিবেদক
এনসিপির সমাবেশকে কেন্দ্র করে বুধবার পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পরিস্থিতি এখনো থমথমে থাকায় গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি করেছে সরকার।
বুধবার (১৬ জুলাই) সরকার কারফিউ জারি করে। আজ রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
আওয়ামী লীগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এবং অন্যান্য সহযোগী সংগঠনের সমর্থকরা লাঠিসোটা ও ইটপাটকেল নিয়ে বিভিন্ন রাস্তা ও অলিতে অবস্থান নেয়। এর ফলে র্যাব, সেনাবাহিনী এবং বিজিবি সদস্যরা শহরে তাদের টহল জোরদার করেছে।
স্থানীয় প্রশাসন গোপালগঞ্জ সদরে ১৪৪ ধারা জারি করেছে।
গোপালগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ কামরুজ্জামান ১৪৪ ধারা জারি করেছেন। তবে এর জন্য কোনো সময়সীমা নির্ধারণ করেননি।
বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানিয়েছেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র্যাব এবং সেনা সদস্যদের পাশাপাশি চার প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করেছে বিজিবি সদর দপ্তর।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আওয়ামী লীগ সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া অব্যাহত থাকায় শহরে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল।
এদিকে, অন্তর্বর্তী সরকার বলেছে, গোপালগঞ্জের সহিংসতা 'অমার্জনীয়' এবং এই হামলার সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনা হবে।
গোপালগঞ্জে এনসিপির শান্তিপূর্ণ সমাবেশে আওয়ামী লীগের হামলার ঘটনায় এক বিবৃতিতে সরকার বলেছে, ‘এটা সম্পূর্ণরূপে স্পষ্ট করে বলা দরকার যে, আমাদের দেশে সহিংসতার কোনো স্থান নেই। ন্যায়বিচার অবশ্যই প্রতিষ্ঠিত করা হবে।’
সরকার বলেছে, তরুণ নাগরিকরা তাদের বিপ্লবী আন্দোলনের এক বছর পূর্তি উদযাপনের জন্য শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে চেয়েছিল। এই সমাবেশে বাধা দেওয়া তাদের মৌলিক অধিকারের ‘লজ্জাজনক লঙ্ঘন’।
ভিওডি বাংলা/ এমএইচপি
উচ্চকক্ষের পিআর নিয়ে কমিশনের বৈঠকে উত্তেজনা
আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে উচ্চকক্ষের প্রস্তাব করেছে জাতীয় ঐকমত্য কমিশন। …

আগামী ৫-৬ দিন খুবই গুরুত্বপূর্ণ: প্রেস সচিব
বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য আগামী পাঁচ-ছয়দিন খুবই গুরুত্বপূর্ণ বলে …

জুলাইয়ে আহত-নিহতদের তালিকায় অসঙ্গতি পাওয়া গেছে : ফারুক-ই-আজম
অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম বলেছেন, ইতোমধ্যে জুলাইয়ে আহত-নিহতদের …
