• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কাঠগড়ায় আসামির আত্মহত্যার চেষ্টা

   ১৬ জুলাই ২০২৫, ০২:৫৬ পি.এম.
ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক
আদালতেরর কাঠগড়ায় দাঁড়িয়ে গলায় ব্লেড চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন বাদল হোসেন মুন্না নামের এক আসামি। 

বুধবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এ ঘটনা ঘটে। ২১ বছর বয়সী মুন্নাকে আহত অবস্থায় আদালতের পাশেই ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ সদস্যরা।

হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মো. সালাউদ্দিন বলেন, “তার শ্বাসনালী কেটে গেছে। প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। যেহেতু এটা একটা পুলিশ কেইস।”

মুন্নার বাবা বাবা আব্দুল আলী বলেন, “কয়েক মাস ধরে আমার ছেলে জেলে। আজ জামিন শুনানি ছিল। সে কাঠগড়ায় দাঁড়ায় ব্লেড দিয়ে গলায় পোচ দিয়েছে।”

মুন্নার বিরুদ্ধে তার শ্বশুর নারী নির্যাতনের ‘মিথ্যা মামলা’ দায়ের করেছে বলে অভিযোগ করেছেন তারা বাবা।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জুলাই শহীদদের কেন জাতীয় বীর ঘোষণা নয়, জানতে চেয়ে রুল
জুলাই শহীদদের কেন জাতীয় বীর ঘোষণা নয়, জানতে চেয়ে রুল
আমরা নির্দোষ: আদালতে নাসির-তামিমা
আমরা নির্দোষ: আদালতে নাসির-তামিমা
সোহাগ হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবে না বিএনপিন্থী আইনজীবীরা
সোহাগ হত্যা মামলায় আসামিপক্ষে দাঁড়াবে না বিএনপিন্থী আইনজীবীরা