• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

দুর্নীতি দমন কমিশনের নতুন সচিব খালেদ রহীম

   ১৬ জুলাই ২০২৫, ১১:৪১ এ.এম.
মোহাম্মদ খালেদ রহীম। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং জাতীয় সংসদ সচিবালয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক রদবদল এনেছে সরকার। বুধবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের আদেশ জারি করে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব মোহাম্মদ রফিকুল হক।

একইসঙ্গে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব পদেও পরিবর্তন এসেছে। গত ১৪ জুলাই কানিজ মওলাকে নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সদ্য বিদায়ী সচিব মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হলেন।

দুই গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রতিষ্ঠানের প্রশাসনিক এই রদবদলকে আমলাতান্ত্রিক কাঠামোয় বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে দুদকের মতো সংস্থার কার্যক্রম ও স্বচ্ছতা নির্ভর করে দক্ষ প্রশাসনিক নেতৃত্বের ওপর।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেকারত্ব দূর করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: আসিফ মাহমুদ
বেকারত্ব দূর করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: আসিফ মাহমুদ
ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়া অনুমোদন
ভোটার তালিকা (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়া অনুমোদন
গোপালগঞ্জের সহিংসতায় তদন্ত কমিটি গঠন
গোপালগঞ্জের সহিংসতায় তদন্ত কমিটি গঠন