ফিফার নিষেধাজ্ঞার তালিকায় আরও এক ক্লাব


ক্রীড়া প্রতিবেদক
উজবেকিস্তানের এক ফুটবলারের বেতন সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে ফিফা থেকে তিন মাসের নিষেধাজ্ঞায় পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। এতে চলতি দলবদলে কোনো খেলোয়াড় নিবন্ধন করতে পারবে না ক্লাবটি।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন্স বিভাগ কালবেলাকে জানিয়েছে, ২২ মে থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে ২২ আগস্ট পর্যন্ত। অথচ ২০২৫-২৬ মৌসুমের দলবদল কার্যক্রম শুরু হয়েছে ১ জুন এবং শেষ হবে ১৫ আগস্ট। ফলে পুরো দলবদল সময়কাল জুড়েই কার্যত নিষ্ক্রিয় থাকবে ক্লাবটি।
চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উন্নীত হয়ে সদ্য সমাপ্ত মৌসুমে প্রিমিয়ার লিগে অংশ নেয় ফকিরেরপুল ইয়াংমেন্স ক্লাব। ১০ দলের লিগে অষ্টম স্থানে থেকে অবনমন এড়ালেও এবার দল গঠনে নিষেধাজ্ঞা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে ক্লাবের সাধারণ সম্পাদক আহমেদ আলী বলেন, –একজন খেলোয়াড়ের পারিশ্রমিক সংক্রান্ত একটি সমস্যার কারণে এই নিষেধাজ্ঞা এসেছে। আমরা দ্রুত বিষয়টি সমাধান করে সামনে এগিয়ে যেতে চাই।
চলতি বছর এটি বাংলাদেশি ক্লাবের ওপর ফিফার দেওয়া চতুর্থ নিষেধাজ্ঞা। এর আগে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ওপর তিন দফা নিষেধাজ্ঞা আসে— দুটি ১ জানুয়ারি ও একটি ৬ জানুয়ারি। তবে রাজনৈতিক অস্থিরতায় ৫ আগস্ট ক্লাবটি লিগে অংশ না নেওয়ায় সেই নিষেধাজ্ঞাগুলোর প্রভাব কার্যত ছিল না।
ফিফার নিষেধাজ্ঞা তালিকায় দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা বহাল রয়েছে ফেনী সকার ক্লাবের ওপর, যা আরোপ করা হয় ২০২২ সালের ২ আগস্ট। বর্তমান বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সাবেক ক্লাবটি এখনো খেলোয়াড় নিবন্ধনে অযোগ্য হিসেবে তালিকাভুক্ত রয়েছে।
বর্তমানে ফিফার তালিকায় বিশ্বের বিভিন্ন ক্লাবের ওপর মোট ১,০৭৬টি নিষেধাজ্ঞা রয়েছে। এর মধ্যে ফেনী সকারের নিষেধাজ্ঞা দীর্ঘমেয়াদি হলেও বাকি চারটি তিন মাস মেয়াদি।
ভিওডি বাংলা/ডিআর