• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

এনবিআরের ৮ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত

   ১৫ জুলাই ২০২৫, ০৩:৫৫ পি.এম.
এনবিআর ভবন। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর বিভাগের পাঁচ যুগ্ম কর কমিশনার ও তিন উপ-কর কমিশনারকে বদলির আদেশ ছিঁড়ে ফেলার ঘটনায় সাময়িক বরখাস্ত করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি)। সরকারি চাকরি আইনের অধীনে তদন্ত চলাকালীন তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বিবেচিত হবেন এবং শুধুমাত্র খোরপোশ ভাতা পাবেন।

মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে এই বরখাস্তের আদেশ দেওয়া হয়।

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন—

যুগ্ম কর কমিশনার: মাসুমা খাতুন (কর অঞ্চল-২), মুরাদ আহমদ (কর অঞ্চল-১৫), মোহাম্মদ মোরশেদ উদ্দিন (কুষ্টিয়া কর অঞ্চল) মোনালিসা শাহরীন সুস্মিতা (নোয়াখালী কর অঞ্চল), আশরাফুল আলম প্রধান (কক্সবাজার কর অঞ্চল)।

উপ-কর কমিশনার: শিহাবুল ইসলাম, নুশরাত জাহান শমী (রংপুর), ইমাম তৌহিদ হাসান শাকিল (কুমিল্লা)।

এনবিআর চেয়ারম্যান ও আইআরডি সচিব মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ২২ জুনের বদলির একটি আদেশ প্রকাশ্যে ছিঁড়ে ফেলার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৩৯ (১) ধারায় সাময়িক বরখাস্ত করা হলো।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ কর্মকর্তারা ‘বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা’ হিসেবে বিবেচিত হবেন এবং নিয়ম অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।

উল্লেখ্য, গত ২৪ জুন এনবিআর ভবনে সংশ্লিষ্ট কর্মকর্তারা দুটি বদলির আদেশকে ‘প্রতিহিংসামূলক’ বলে দাবি করে তা প্রকাশ্যে ছিঁড়ে ফেলেন। এতে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং প্রশাসনিক মহলে উত্তেজনা ছড়ায়।

সরকারি দায়িত্বে থাকা কর্মকর্তাদের শৃঙ্খলাভঙ্গের এমন ঘটনা বিরল হলেও—এই পদক্ষেপ একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে যে, আইন ও নিয়ম ভঙ্গ করলে প্রশাসনিক ব্যবস্থা নিতেই হবে। এখন দেখার বিষয়, তদন্তের মাধ্যমে কে কতটা দায়ী প্রমাণিত হন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার কী ব্যবস্থা নেয়।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা
১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা
ঐকমত্য কমিশন ব্যর্থ হলে ব্যর্থ হবে সবাই: আলী রীয়াজ
ঐকমত্য কমিশন ব্যর্থ হলে ব্যর্থ হবে সবাই: আলী রীয়াজ
‘ভয়-লোভ দেখিয়েও বিএনপিকে ভাঙতে পারেনি শেখ হাসিনা’
‘ভয়-লোভ দেখিয়েও বিএনপিকে ভাঙতে পারেনি শেখ হাসিনা’