• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সাংবাদিকদের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

‘আ.লীগ আমলে হওয়া বিদ্যুৎ সংক্রান্ত সব চুক্তি পর্যালোচনা করা হবে’

   ১৫ জুলাই ২০২৫, ০৩:০৯ পি.এম.
উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় স্বাক্ষরিত বিদ্যুৎ সংশ্লিষ্ট সব দেশি-বিদেশি চুক্তি পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। 

মঙ্গলবার (১৫ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, আগের সরকারের সময়ে কিছু পাওয়ার প্ল্যান্টের চুক্তি হয়, যেখানে বেশ কিছু অসম শর্ত ছিল। হাইকোর্টের নির্দেশ অনুযায়ী দেশি-বিদেশি এসব চুক্তি পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনে আইনি সহায়তা নেওয়া হবে।

তিনি বলেন, –বিদ্যুৎ খাতে দায়বদ্ধতা ও স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ। একইসঙ্গে খাদ্য নিরাপত্তা ও বাজার স্থিতিশীলতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পরিকল্পনা নেওয়া হয়েছে। বোরো ধান বেশি কেনা হলেও আউশ কম কেনা হয়—সে দিকেও নজর দেওয়া হচ্ছে।–

অর্থ উপদেষ্টা জানান, আগামী ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করা হবে। নির্মাণ ব্যয়ের অনুমোদন দেওয়া হয়েছে এবং সরাসরি ক্রয় পদ্ধতিতে কাজটি শেষ করা হবে।

দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ এবং বাস্তবভিত্তিক পদক্ষেপই ভবিষ্যতের নীতিনির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা
১৫ টাকা কেজিতে চাল পাবে ৫৫ লাখ পরিবার: খাদ্য উপদেষ্টা
ঐকমত্য কমিশন ব্যর্থ হলে ব্যর্থ হবে সবাই: আলী রীয়াজ
ঐকমত্য কমিশন ব্যর্থ হলে ব্যর্থ হবে সবাই: আলী রীয়াজ
‘ভয়-লোভ দেখিয়েও বিএনপিকে ভাঙতে পারেনি শেখ হাসিনা’
‘ভয়-লোভ দেখিয়েও বিএনপিকে ভাঙতে পারেনি শেখ হাসিনা’