• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সরকারি ভবন দখল করে জামায়াতের অফিস

   ১৫ জুলাই ২০২৫, ০২:৫৯ পি.এম.
তুলা উন্নয়ন বোর্ডের ভবনে ঝুলছে জামায়াতের সাইনবোর্ড। ছবি : সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি সরকারি ভবনে জামায়াতে ইসলামীর অফিস স্থাপন নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা ও সমালোচনা। পরিত্যক্ত তুলা উন্নয়ন বোর্ডের ভবনটি সংস্কার করে সেখানে দলীয় কার্যক্রম চালাচ্ছেন জামায়াত নেতারা।

উপজেলা সদরের তুলা উন্নয়ন বোর্ডের একতলা পাকা ভবনে ‘উল্লাপাড়া পৌর জামায়াতে ইসলামীর ৫ নম্বর ওয়ার্ড’ লিখা একটি সাইনবোর্ড টানানো হয়েছে। স্থানীয় সূত্র জানায়, ওই ভবনে নিয়মিত বসছেন উপজেলার জামায়াত নেতাকর্মীরা। ভবনটির পাশে রয়েছে উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদসহ আরও কয়েকটি সরকারি দপ্তর।

তবে সরকারি ভবনে রাজনৈতিক দলের কার্যালয় খোলা নিয়ে স্থানীয় প্রশাসন ও সচেতন নাগরিকদের মাঝে প্রশ্ন উঠেছে—সরকারি সম্পদ ব্যবহারে কি নিয়ম মানা হয়েছে?

উল্লাপাড়া সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, ভবনটি দীর্ঘদিন পরিত্যক্ত ছিল। জামায়াত নেতাকর্মীরা তা পরিষ্কার করে ব্যবহার শুরু করেছেন।

তুলা উন্নয়ন বোর্ডের বগুড়া আঞ্চলিক কার্যালয়ের প্রধান মোস্তফা কামাল বলেন, উল্লাপাড়ায় তুলা চাষ না থাকায় অফিস কার্যক্রম অনেক আগেই বন্ধ হয়ে গেছে। নিয়ম অনুযায়ী ভবনটি এখন উপজেলা প্রশাসনের অধীনে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত বলেন, –বিষয়টি আমার জানা ছিল না। দ্রুত খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উল্লাপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক শাহজাহান আলী বলেন, ভবনটি ১৫-২০ বছর ধরে পরিত্যক্ত ছিল। কয়েক মাস আগে ৫ নম্বর ওয়ার্ড জামায়াত নেতাকর্মীরা দুটি রুম সংস্কার করে বসছেন। আশপাশের সরকারি অফিসগুলোর অনুমতি নিয়েই ব্যবহার শুরু হয়েছে বলে দাবি করেন তিনি।

তবে তিনি বলেন, –সরকারি প্রয়োজনে ভবনটি ছেড়ে দেওয়া হবে। এটি দখল নয়, শুধু অস্থায়ী ব্যবহার।

সরকারি সম্পদে রাজনৈতিক দলীয় কার্যালয় খোলাকে কেন্দ্র করে এলাকাজুড়ে তৈরি হয়েছে বিতর্ক। স্থানীয় প্রশাসনের তৎপরতা এবং ভবন ব্যবহারের আইনি বৈধতা এখন নজরদারিতে রয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিখোঁজ যুবদল নেতা শামীমের সন্ধানে কেন্দুয়ায় মানববন্ধন
নিখোঁজ যুবদল নেতা শামীমের সন্ধানে কেন্দুয়ায় মানববন্ধন
তাড়াশে ট্রান্সফরমার চুরির হিড়িক
তাড়াশে ট্রান্সফরমার চুরির হিড়িক
বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবয়াসী আটক
বাঁশখালীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবয়াসী আটক