কাজিরহাট লঞ্চঘাটে ৪৮ ভরি স্বর্ণের আংটিসহ নারী আটক


২০০টি স্বর্ণের আংটিসহ চোরাকারবারি সন্দেহে পাবনার বেড়ায় এক নারীকে আটক করেছে কাজিরহাট নৌ-পুলিশ। আটককৃত নারী করুনা খাতুন (২৫) মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার গোবিন্দল গ্রামের ইসাহাক আলীর স্ত্রী।
সোমবার (১৪ জুলাই) সন্ধা ছয়টার দিকে উপজেলার আমিনপুর থানাধীন কাজিরহাট লঞ্চঘাট থেকে তাকে আটক তরা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, কাজিরহাট লঞ্চঘাট থেকে আরিচা যাবার সময় করুনা নামের ঐ নারীর চলাচলে ঘাট কর্তৃপক্ষের সন্দেহভাজন নজরে আসেন। তিনি নিয়মিত কাজিরহাট লঞ্চঘাট দিয়ে পাড়াপার হতেন।
ঐ দিন তার আচরণে বিশেষ অসঙ্গতি লক্ষ্য করা গেলে তাকে জিজ্ঞাসাবাদের জন্য বসিয়ে রাখে স্থানীয়রা। পরে কাজিরহাট নৌ-পুলিশ এসে লঞ্চঘাট পল্টন এর উপরই জনসম্মুখে অভিযুক্ত নারীর ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র তল্লাশি করে ২০০টি স্বর্ণের আংটি উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণ বিশেষভাবে তুলায় মোড়ানো অবস্থায় ছিল, যাতে সহজে চোখে না পড়ে।
পুলিশের ধারণা, এটি একটি বড় চোরাচালান চক্রের অংশ হতে পারে। কারণ আটককৃত নারী স্বর্ণের কোন কাগজপত্র দেখাতে পারেননি।
এ বিষয়ে কাজিরহাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার জানান, ‘‘সন্দেহকৃত নারীকে আটকের পর আমরা ঘটনাস্থলের ঘাটের হোটেলের এক মহিলাকে দিয়ে তাকে তল্লাসি করানো হয়। এ সময় তার কাছে থাকা একটি লাল ব্যাগ থেকে বিশেষভাবে কসটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২০০টি স্বর্ণের আংটি পাওয়া যায়। আমরা ঘটনাস্থলেই একজন স্বর্ণকারকে ডেকে এনে জনসম্মুখে স্বর্ণ পরীক্ষা ও ওজন দেই। এতে আংটি গুলোর ওজন ৪৮ ভরি ১৪ আনা। যার বর্তমান আনুমানিক বাজার মূল্য ৫৬ লক্ষ ৮০ হাজার টাকা। তাকে জিজ্ঞাসাবাদ করলে সে কোন কাগজপত্র দেখাতে পারেনি।
কাজিরহাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ অরবিন্দ সরকার আরো জানান, পরে অভিযুক্ত নারীকে আমিনপুর থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে। ঘটনার বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলেও তিনি জানান।’’
ভিওডি বাংলা/ এমএইচ
পাবনায় সংঘর্ষের ঘটনায় কারাগারে বিএনপির ১২ নেতাকর্মী
পাবনা প্রতিনিধি
পাবনার সুজানগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুইগ্রুপের সংঘর্ষ …

সিরাজগঞ্জ রতনকান্দিতে বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার রতনকান্দি ইউনিয়নের চর চিলগাছা …

নিখোঁজ যুবদল নেতা শামীমের সন্ধানে কেন্দুয়ায় মানববন্ধন
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের যুবদল নেতা …
