বান্দরবানে বিদ্যুৎপৃষ্ট হয়ে নারীর মৃত


বান্দরবান প্রতিনিধি
বান্দরবান জেলার চিম্বুক এলাকার রাংলাই চেয়ারম্যানপাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুইজনসহ তিনজন ম্রো নারীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৪ জুলাই) সকালে বান্দরবান চিম্বুক সড়কের ১৩ মাইল এলাকার রাংলাই হেডম্যান পাড়ায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন, রেংথেন ম্রো এর মেয়ে তুমলে ম্রো (১৭) পারাও ম্রো এর স্ত্রী উরকান ম্রো (৭১) মেনরাও ম্রো এর স্ত্রী রওলেং ম্রো (৩৫) ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বৃষ্টির সময় পাড়ার একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়। ওখানের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন ম্রো নারী ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা একজনকে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসলেও বাকি দুইজনের লাশ এখনো ঘটনাস্থলেই পরে আছে। পড়ে থাকা বিদ্যুতের তার পুড়ে গেছে বলেও জানায় তারা।
এ বিষয়ে বান্দরবান চিম্বুক সড়কের ১২মাইল এলাকার বাজার কমিটির সভাপতি রাংরাও ম্রো বলেন, বিদ্যুতের ট্রান্সফরমার বিকট শব্দে বিস্ফোরণ হয়, সেখানের তারে জড়িয়ে তারা নিহত হয়েছেন।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন বলেন, গতকাল রাতে বিদ্যুৎ সরবরাহ ও ট্রান্সফরমারের সমস্যার বিষয়টি মাঠকর্মীদের কেউ তাঁকে জানাননি। জানলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া যেত। কী কারণে মৃত্যুর ঘটনা ঘটেছে তিনি এ বিষয়ে খোঁজ নিব।
এ বিষয়ে বান্দরবানের পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার জানান, বিদ্যুৎস্পৃষ্টে তিনজন ম্রো নারী মারা গেছেন। মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ভিওডি বাংলা/ এমএইচ
পাবনায় সংঘর্ষের ঘটনায় কারাগারে বিএনপির ১২ নেতাকর্মী
পাবনা প্রতিনিধি
পাবনার সুজানগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুইগ্রুপের সংঘর্ষ …

সিরাজগঞ্জ রতনকান্দিতে বৃষ্টি ও ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি
সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার রতনকান্দি ইউনিয়নের চর চিলগাছা …

নিখোঁজ যুবদল নেতা শামীমের সন্ধানে কেন্দুয়ায় মানববন্ধন
কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের যুবদল নেতা …
