• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

কিংস্টনে ২৭ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

   ১৫ জুলাই ২০২৫, ১০:৪৮ এ.এম.
মাঠে ক্রিকেটারদের উল্লাস। ছবি : সংগৃহীত

স্পোর্টস ডেস্ক

মাত্র তিন দিনে শেষ হলো কিংস্টন টেস্ট। তৃতীয় ও শেষ ম্যাচে মাত্র ২৭ রানে অলআউট হয়ে টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন রানের রেকর্ড গড়েছে ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার কাছে ২০৪ রানের লক্ষ্য তাড়ায় এ ব্যর্থতায় সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হলো ক্যারিবীয়রা। ম্যাচে স্টার্কের আগুনে বোলিং ও বোল্যান্ডের হ্যাটট্রিক ইতিহাসে জায়গা করে নিয়েছে।

জ্যামাইকার কিংস্টনে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ২০৪ রানের লক্ষ্য দেয় অস্ট্রেলিয়া। তবে মাত্র ১৪.৩ ওভারেই ২৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। এই স্কোর টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন।

ইনিংসের প্রথম ওভারেই অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক তুলে নেন ৩টি উইকেট, যা থেকে শুরু হয় ধস। পুরো ইনিংসে তিনি একাই শিকার করেন ৬ উইকেট। এর পাশাপাশি স্কট বোল্যান্ড টেস্ট ইতিহাসের মাত্র দশম বোলার হিসেবে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেন।

টেস্টে এর চেয়ে কম রান কেবল একবারই হয়েছে—১৯৫৫ সালে নিউজিল্যান্ড নিজেদের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে অলআউট হয়েছিল মাত্র ২৬ রানে। সেই রেকর্ডই এখন ওয়েস্ট ইন্ডিজের কাছাকাছি।

এর আগে, অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২২৫ রান সংগ্রহ করে দলটি। স্টিভেন স্মিথ করেন ৪৮ রান এবং ক্যামেরন গ্রিন করেন ৪৬ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন শামার জোসেফ, যিনি নেন ৪ উইকেট। সিলস ও গ্রেভস ৩টি করে উইকেট শিকার করেন।

অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস থামে মাত্র ১২১ রানে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের সামনে ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে তারা মাত্র এক সেশনেই বিধ্বস্ত হয়ে পড়ে।

ওয়েস্ট ইন্ডিজের এই লজ্জাজনক পারফরম্যান্স আবারও টেস্ট ক্রিকেটে দলটির অবনমন ও কাঠামোগত দুর্বলতার প্রতিফলন ঘটাল। অন্যদিকে অস্ট্রেলিয়ার বোলিং ইউনিট, বিশেষ করে স্টার্ক ও বোল্যান্ড, প্রমাণ করল কেন তারা এখনও টেস্ট ক্রিকেটের সবচেয়ে ভয়ংকর আক্রমণভাগগুলোর একটি।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জন্মদিনের উৎসবে দুটি শর্ত রেখেছেন ইয়ামাল
জন্মদিনের উৎসবে দুটি শর্ত রেখেছেন ইয়ামাল
এমএলএসে মেসির আবারও রেকর্ড
এমএলএসে মেসির আবারও রেকর্ড
বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই আজ
বাংলাদেশের সিরিজ বাঁচানোর লড়াই আজ