• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

যুদ্ধবিরতিতে আস্থা নেই ইরানের

   ১৫ জুলাই ২০২৫, ১০:৪৩ এ.এম.
ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক

চলমান যুদ্ধবিরতিতে আস্থাহীনতা প্রকাশ করে ইরান একাধিক প্রতিরক্ষা পরিকল্পনা প্রস্তুত রেখেছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদে। তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীদের সঙ্গে ফোনালাপে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘নতুন কোনো আগ্রাসন হলে কঠিন জবাব দেবে ইরান।’ এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান মুসলিম দেশগুলোর মধ্যে ঐক্য জোরদারের আহ্বান জানিয়ে বলেন, ‘ইসরায়েল মুসলিম উম্মাহকে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত।’

ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসিরজাদে সোমবার (১৪ জুলাই) পৃথক টেলিফোনালাপে তুরস্ক ও মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ‘ইরান যুদ্ধ চায় না, কিন্তু যদি কেউ আগ্রাসনের পথে হাঁটে, তাহলে কঠোর ও চূড়ান্ত জবাব দেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘আমরা যুদ্ধবিরতিতে পুরোপুরি আস্থা রাখতে পারি না। সম্ভাব্য সব রকম আক্রমণের জন্য আমাদের প্রস্তুত পরিকল্পনা আছে।’

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী ইয়াশার গুলার এর জবাবে বলেন, ‘আমরা যুদ্ধবিরতির পক্ষে। পাশাপাশি চাই ইরান–কেন্দ্রিক পরমাণু আলোচনা একটি যৌক্তিক ও উপকারী চুক্তির মাধ্যমে শেষ হোক।’

মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মদ খালিদ নোরদিনের সঙ্গে ফোনালাপে নাসিরজাদে মালয়েশিয়াকে ধন্যবাদ জানান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়ার জন্য।

জবাবে মালয়েশীয় প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘ইরান আমাদের ঘনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য বন্ধু। আমরা শুরু থেকেই যুদ্ধের জন্য ইসরায়েলকে দায়ী করেছি এবং স্পষ্ট ভাষায় এর নিন্দা জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘মধ্যপ্রাচ্যে ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হবে—এই বিশ্বাস আমাদের আছে। ইরান প্রমাণ করেছে, ইসরায়েলের হুমকি কেবল কথার ফুলঝুরি ছাড়া কিছুই না।’

ইরান সেনাবাহিনীর হুঁশিয়ারি
সোমবার (১৪ জুলাই) ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের সদর দপ্তর পরিদর্শনকালে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল আব্দুররহিম মুসাভি বলেন, ‘ইরানের বিরুদ্ধে যে কোনো ভুল পদক্ষেপের কঠোর জবাব দেওয়া হবে।’

তিনি বলেন, ‘শত্রুরা যদি আবারও ভুল করে, আমাদের সেনারা এমন জবাব দেবে যা তাদের অনুতপ্ত হতে বাধ্য করবে।’

তিনি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘এই সাহসী বাহিনীর উপস্থিতিই ইরানের নিরাপত্তার গ্যারান্টি।’

মুসাভি জানান, ইরানি সেনারা দিনরাত নিরবচ্ছিন্নভাবে অস্ত্র উৎপাদন ও প্রস্তুতির কাজে নিয়োজিত, যেন যেকোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়।

‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’র প্রতিবেদন
পরিদর্শনের সময় আইআরজিসি’র অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ মুসাভি ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’র একটি বিস্তারিত প্রতিবেদন তুলে ধরেন।

তিনি জানান, ‘আমাদের সেনারা সবসময় প্রস্তুত, আঙুল ট্রিগারে রাখা আছে। শত্রুর যেকোনো উসকানির বিরুদ্ধে তারা সঙ্গে সঙ্গেই জবাব দিতে পারবে।’

তিনি হুঁশিয়ার করে বলেন, ‘ইরানের নিরাপত্তা বিঘ্নিত করতে আসা কোনো শক্তিকেই ছাড় দেওয়া হবে না। আমাদের প্রতিরক্ষা বাহিনী পিছু হটার নয়, বরং প্রতিরোধের জন্য সদা প্রস্তুত।’

ইসলামী ঐক্যের বার্তা পেজেশকিয়ানের
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভির সঙ্গে সাক্ষাতে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, ‘ইসরায়েল মুসলিম বিশ্বকে দুর্বল করতে চায়। এই ষড়যন্ত্র প্রতিহত করতে ইসলামী ঐক্য অপরিহার্য।’

তিনি বলেন, ‘মুসলিম নেতাদের উচিত ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণ এবং দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার করা।’

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের শুভেচ্ছা জানান এবং বলেন, ‘ইরানের প্রতিরোধ ও নেতৃত্ব পুরো মুসলিম বিশ্বে গর্বের বিষয় হয়ে উঠেছে।’

তিনি যোগ করেন, ‘ইরান–পাকিস্তান সম্পর্ক বিশেষ ও বন্ধুত্বপূর্ণ। উভয় দেশের রাষ্ট্রদূতরা সম্পর্ক আরও গভীর করতে অক্লান্ত পরিশ্রম করছেন।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবান-পানি নেই, স্বাস্থ্য সংকটে গাজার শিশুরা
সাবান-পানি নেই, স্বাস্থ্য সংকটে গাজার শিশুরা
নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে প্রাণনাশের হুমকি
নোবেলজয়ী নার্গিস মোহাম্মদিকে প্রাণনাশের হুমকি
হাসিনাকন্যাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
হাসিনাকন্যাকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা