স্টারডামে ক্লান্ত জয়া, ফিরতে চান শিকড়ে


বিনোদন প্রতিবেদক
দীর্ঘ অভিনয় জীবনে বহু মাইলফলক স্পর্শ করেছেন জয়া আহসান। নাটক থেকে সিনেমা, দেশ থেকে বিদেশ—সব জায়গায় নিজের মুগ্ধতা ছড়িয়েছেন। পেয়েছেন সম্মান, পুরস্কার, জনপ্রিয়তা। তবে এখন আর সেসব তাকে টানে না। বরং তিনি ফিরতে চান নিজের শিকড়ে—প্রকৃতির কাছে, মাটির কাছে।
১৮ জুলাই পশ্চিমবঙ্গে মুক্তি পাচ্ছে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত জয়া আহসানের নতুন ছবি ‘ডিয়ার মা’। এই ছবি ঘিরে এখন চরম ব্যস্ততায় আছেন তিনি। সিনেমার প্রচারে অংশ নিচ্ছেন একের পর এক সাক্ষাৎকারে, করছেন ফটোশুট।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম ‘এই সময়’-এর পক্ষ থেকে জয়ার কাছে জানতে চাওয়া হয়, -স্টারডামে ক্লান্ত জয়া আহসান? তবে কি আর কিছু পেতে চান না?
উত্তরে জয়া বলেন, -কী পাওয়া বাকি রয়ে গেল, সেটা নিয়ে আর ভাবি না। অনেকে বলেন আমি সফল, কিন্তু এখন আর সাফল্য টানে না। ওই শব্দের সঙ্গে একটা স্বার্থপরতা লুকিয়ে আছে। আমি শিল্পী হিসেবে, মানুষ হিসেবে সার্থক হতে চাই।
নিজের ব্যক্তিগত জগৎ নিয়েও কথা বলেন জয়া আহসান। জানান, অভিনয়ের ফাঁকে যতটা সময় পান, নিজেকে ডুবিয়ে দেন প্রকৃতিতে। গাছপালা, পশুপাখি, চাষাবাদ—এই নিয়েই তার আপন ভুবন। চাষের কাজ তাকে এনে দেয় মানসিক প্রশান্তি।
জয়ার ভাষায়, -চাষাবাদের ব্যাপারটা বোধহয় প্রথম থেকেই আমার ভেতরে ছিল। একটা সময়ের পরে সেলিব্রিটি তকমা, লাইট, ক্যামেরা, অ্যাকশন একঘেঁয়ে হয়ে যায়। আগে ওগুলোই জীবনের ডিজায়ার ছিল। কিন্তু এখন শিকড়ের কাছে ফিরতে ইচ্ছে করে। চাষ করাটা আমায় মাটির কাছাকাছি নিয়ে যায়। বলতে পারেন ওটা আমার অক্সিজেন। ডিটক্স করে। অনেকে শুনলে ভাববেন, আমি নাটক করছি। কিন্তু আমি আমার গাছেদের সঙ্গে কথা বলি।
এসব শুনে কেউ যদি মনে করেন তিনি বাস্তবতা থেকে সরে যাচ্ছেন, সেকথাও তিনি গুরুত্ব দিয়ে খণ্ডন করেছেন। বলেন, -আমি খুবই বাস্তববাদী এবং সংবেদনশীল মানুষ।
ভিওডি বাংলা/ডিআর
শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে আছেন ফরিদা পারভীন
বিনোদন প্রতিবেদক
গত কয়েকদিন ধরে আইসিইউতে চিকিৎসাধীন থাকা উপমহাদেশের কিংবদন্তি …

এক মলাটে গণঅভ্যুত্থানের সব গান
বিনোদন প্রতিবেদক
চব্বিশের ছাত্র-জনতার গণআন্দোলনে যেসব গান প্রেরণা জুগিয়েছিল সব শ্রেণি-পেশার …

‘কৃষ ৪’ এ তিন রূপে হৃত্বিক, পরিচালনাতেও অভিষেক
বিনোদন ডেস্ক
দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আসছে সুপারহিরো …
