• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

সরকারের দাবি: অপরাধ বাড়ার সংবাদ পুরোপুরি সত্য নয়

   ১৪ জুলাই ২০২৫, ০১:০০ পি.এম.
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে দেশে অপরাধ বেড়েছে বলে যে প্রতিবেদন প্রকাশিত হচ্ছে, তা জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। তবে সরকারি পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গত ১০ মাসে (সেপ্টেম্বর ২০২৪–জুন ২০২৫) বড় ধরনের অপরাধের ধারা মোটামুটি স্থিতিশীল রয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়, দেশে বড় অপরাধের প্রবণতা নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ়ভাবে পরিস্থিতি মোকাবিলা করছে।

সরকারি রেকর্ড বলছে, হত্যা, ধর্ষণ, ডাকাতি ও সশস্ত্র ছিনতাইয়ের মতো গুরুতর অপরাধগুলোর সংখ্যা স্থিতিশীল, কিছু ক্ষেত্রে তা হ্রাস পেয়েছে। কিছু নির্দিষ্ট অপরাধে সামান্য বৃদ্ধি দেখা গেলেও সামগ্রিক পরিস্থিতিকে ‘অপরাধের ঢেউ’ বলা ঠিক হবে না।

অপরাধ পরিসংখ্যান

পোস্টে আরও বলা হয়, নাগরিকদের সতর্ক থাকা জরুরি হলেও আতঙ্কিত না হয়ে বাস্তব চিত্র অনুধাবন করাই গুরুত্বপূর্ণ। পুলিশের তথ্য বলছে, অধিকাংশ অপরাধ এখনো নিয়ন্ত্রণে রয়েছে।

পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত পাঁচ বছরের প্রবণতা এবং সর্বশেষ ১০ মাসের তুলনামূলক দুটি বিশ্লেষণী টেবিল প্রকাশ করা হয়েছে, যা পুলিশের নিজস্ব রেকর্ডের ভিত্তিতে তৈরি।

সরকার বলছে, তথ্যভিত্তিক বিশ্লেষণে দেখা যাচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। অতএব জনসচেতনতা জরুরি হলেও অযাচিত আতঙ্ক ছড়ানো থেকে বিরত থাকতে গণমাধ্যমসহ সবাইকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে ব্যর্থ হব : প্রধান উপদেষ্টা
নিজেরা বিভক্ত হলে জাতি হিসেবে ব্যর্থ হব : প্রধান উপদেষ্টা
পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
পুলিশের ৯ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
ক্রীড়া কর্মসূচি প্রকল্পে অনিয়ম, দুদকের অভিযান
ক্রীড়া কর্মসূচি প্রকল্পে অনিয়ম, দুদকের অভিযান