• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নজরুল বিশ্ববিদ্যালয়ে শুরু হয়েছে ‘৩য় আন্তর্জাতিক নাট্যোৎসব ’

   ১৩ জুলাই ২০২৫, ০৬:৩৬ পি.এম.
৩য় আন্তর্জাতিক নাট্যোৎসব

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 

‘বিশ্ব মঞ্চে মানবতার জয়গান, যুদ্ধ নয়; শিল্পে হোক শান্তির সন্ধান’এই প্রতিপাদ্যকে ধারণ করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা ও পরিবেশনা বিভাগের আয়োজনে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী ‘৩য় আন্তর্জাতিক নাট্যোৎসব ২০২৫’।

রোববার (১৩ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবনের জিয়া হায়দার ল্যাব মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে নাট্যোৎসবের উদ্বোধন ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।

উদ্বোধনী বক্তব্যে উপাচার্য বলেন, “নাট্যকলা সমাজের দর্পণ হিসেবে কাজ করে। সমাজ পরিবর্তন ও মানবিক মূল্যবোধের বিকাশে পারফরমিং আর্টস একটি শক্তিশালী হাতিয়ার। এই বিভাগ শুধু বিশ্ববিদ্যালয়েই নয়, দেশের সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা এবং দক্ষিণ কোরিয়ার Koera Mime Association-এর প্রেসিডেন্ট ও মাইম অভিনেতা Mr. Lee Jeong-hoon।
স্বাগত বক্তব্য দেন নাট্যকলা ও পরিবেশনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আল্ জাবির এবং সভাপতিত্ব করেন বিভাগের প্রধান ড. মো. কামাল উদ্দীন। সঞ্চালনায় ছিলেন বিভাগের প্রভাষক রুদ্র সাওজাল।

নাট্যোৎসবের প্রথম দিন মঞ্চস্থ হয় Lee Jeong-hoon এর প্যান্টোমাইম “Wall, Butterfly, Baby”, মীর লোকমানের “Chair: The Sign of Power” এবং মাহবুব আলমের “Guantanamo Bay”।

পরবর্তী দিনগুলোতে মঞ্চস্থ হবে—
* ১৪ জুলাই: শাহিনুর ইসলামের নির্দেশনায় Dr. Jekyll & Mr. Hyde
* ১৫ জুলাই: শরৎচন্দ্রের দেবদাস, নির্দেশনায় শাকিবুল হাসান
* ১৬ জুলাই: রবীন্দ্রনাথের চিত্রাঙ্গদা, নির্দেশনায় মোনালিসা রায়
* ১৭ জুলাই: আবুল বাশার আব্বাসী ও তাঁর দলের পরিবেশনায় মহররমের জারিগান

নাট্যোৎসবের শেষ দিনে মানিকগঞ্জের প্রখ্যাত পালাকার ও বাউল শিল্পী সাইদুর রহমান বয়াতী-কে “নাট্যজন সম্মাননা” প্রদান করবে নাট্যকলা ও পরিবেশনা বিভাগ।

নাট্যোৎসব ঘিরে পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে সংস্কৃতির এক প্রাণবন্ত আবহ সৃষ্টি হয়েছে, যা নাট্যপ্রেমী শিক্ষার্থী ও অতিথিদের মধ্যে দারুণ সাড়া ফেলেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিডফোর্ডে প্রকাশ্যে হত্যাঃ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে তীব্র বিক্ষোভ
মিডফোর্ডে প্রকাশ্যে হত্যাঃ প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে তীব্র বিক্ষোভ
ব্যবসায়িক সোহাগ হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল
ব্যবসায়িক সোহাগ হত্যার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল
মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ববিতে বিক্ষোভ
মিটফোর্ডের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ববিতে বিক্ষোভ