• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জামায়াত অফিস ভাঙচুরের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

   ১৩ জুলাই ২০২৫, ০৩:০৯ পি.এম.
আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মুকুল। ছবি : সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের চর রাজিবপুরে জামায়াতের অফিসে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে দায়ের করা মামলায় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার বটতোলা এলাকা থেকে রফিকুল ইসলাম মুকুলকে গ্রেপ্তার করা হয়। তিনি চর রাজিবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরীফুল ইসলাম।

পুলিশ জানায়, চলতি বছরের ৫ ফেব্রুয়ারি জামায়াতে ইসলামীর স্থানীয় নেতা আজহার আলী রাজিবপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় জামায়াত অফিসে ভাঙচুর, চাঁদাবাজি, অগ্নিসংযোগ, চুরি, হত্যাচেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য ব্যবহারের অভিযোগ আনা হয়। এতে ৫০ জনের নাম উল্লেখ করে আরও ১৫০-২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

ওসি শরীফুল ইসলাম বলেন, রফিকুল ইসলাম মুকুল মামলার এজাহারনামীয় আসামি ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর বিকেলে তাকে কুড়িগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেরপুরে বৃক্ষরোপণ বৃক্ষমেলার শুভ উদ্বোধন
শেরপুরে বৃক্ষরোপণ বৃক্ষমেলার শুভ উদ্বোধন
কালিহাতীর নারান্দিয়া ভুমি অফিসে ঘুষ ছাড়া মিলেনা খাজনা খারিজ
কালিহাতীর নারান্দিয়া ভুমি অফিসে ঘুষ ছাড়া মিলেনা খাজনা খারিজ
কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগ
কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগ