মাদারীপুরে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মৃত্যু


মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে চলন্ত ইজিবাইকে ওড়না পেঁচিয়ে আয়শা আক্তার (২২) নামে এক কলেজছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১২ জুলাই) বিকেল ৬টার দিকে মাদারীপুর পৌর ভবনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত আয়শা আক্তার সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের টেকেরহাট এলাকার জামাল শিকদারের মেয়ে। তিনি খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
জানা যায়, আয়শা তার মামাতো বোন রহিমা আক্তারকে নিয়ে কেনাকাটা করতে বাড়ি থেকে শহরের পুরান বাজারে যাচ্ছিলেন। পথে তার কলেজ বন্ধু সিহাব মাদবর ও মামুন খান ইজিবাইকে ওঠেন। পৌরসভা কার্যালয়ের সামনে পৌঁছালে চলন্ত ইজিবাইকে আয়শার গলায় ওড়না পেঁচিয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি অচেতন হয়ে পড়েন। তাকে দ্রুত মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল ও হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
ঘটনার পর আয়শার দুই সহযাত্রী সিহাব ও মামুনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। নিহত আয়শার পরিবারের দাবি, এটি নিছক দুর্ঘটনা নয়, এতে পরিকল্পিত কিছু থাকতে পারে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেঁচিয়ে তার মৃত্যু হয়েছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে ইজিবাইক চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। ময়নাতদন্ত রিপোর্টের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ভিওডি বাংলা/ এমএইচ
মাদকমুক্ত কুড়িগ্রাম গড়তে সকলকে একসাথে কাজ করার আহ্বান
কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামকে মাদকমুক্ত করার অঙ্গীকার নিয়ে জেলা আইন-শৃঙ্খলা কমিটির …

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় ৯ গরু আটক
শেরপুর প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া বিওপির অধীনস্থ এলাকা …

সুনামগঞ্জে অবৈধ বিদ্যুৎ সংযোগে ‘দ্য হাউজ বোট’
সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ শহরের কাজির পয়েন্ট সংলগ্ন এসিল্যান্ড ঘাটে অবস্থানরত …
