• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ছাগলনাইয়ায় অপরিকল্পিত ব্রিজ-কালর্ভাট নির্মাণে পানি প্রবাহে বিঘ্ন

   ১২ জুলাই ২০২৫, ০৮:৩০ পি.এম.
মোহাম্মদ নুরুল আমিন ফটিক

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি 

ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে উন্নয়নের নামে অপরিকল্পিত ব্রিজ-কালর্ভাট ও স্থায়ী স্থাপনা নির্মাণ করায় পানি প্রবাহ বিঘ্নিত হচ্ছে। এতে করে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় পানিবন্দি হয়ে পড়েছে সাধারণ মানুষ। লক্ষ্মীপুর গ্রামসহ আশপাশের সকল গ্রামে জলাবদ্ধতা চরম আকার ধারণ করছে। 

পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে থাকায় পানি সরে যেতে পারছে না, ফলে দুর্ভোগে পড়েছে হাজারো মানুষ। ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ নুরুল আমিন ফটিকের বিরুদ্ধে সরকারি খালের জায়গা দখল করে কালর্ভাটের মুখে দুটি ফার্ম ঘর নির্মাণ করে পানি প্রবাহে বিঘ্ন সৃষ্টি করার অভিযোগ উঠেছে। 

শনিবার (১২ জুলাই) সরেজমিনে গিয়ে অভিযোগের সত্যতা মিলে।এ সময় জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা। 

মো. মনির আহাম্মদ নামে স্থানীয় বাসিন্দা বলেন, ব্রিজ-কালর্ভাটের মুখে ফার্ম ঘর হওয়ায় পানি নামতে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। অল্প বৃষ্টিতই আমাদের এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয়। আমাদের গ্রামের ফসলি জমির ফসল পানিতে ডুবে গেছে। চব্বিশের আগস্টের ভয়াবহ বন্যায় আমাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। নতুন করে আবার বন্যার ফলে আমরা একেবারেই নিঃস্ব হয়ে পড়েছি। 

আলম স্টোরের স্বত্বাধিকারী নুরুল আলম বলেন, পানি সরে যাওয়ার মূল জায়গায় অপরিকল্পিতভাবে ব্রিজ-কালর্ভাটসহ ফার্ম ঘর নির্মাণের ফলে জলাবদ্ধতা ভয়াবহ রুপ নিয়েছে। জলাবদ্ধতা নিরসনে সংশ্লিষ্টদের আরো তৎপর হওয়া প্রয়োজন। 

মাদ্রাসার সিনিয়র শিক্ষক আরিফুর রহমান বলেন, সরকারি নীতিমালা না মেনে যত্রতত্র স্থায়ীভাবে স্থাপনা নির্মাণের ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। লক্ষ্মীপুর গ্রামের বেশিরভাগ বাসিন্দাদের আয়ের তেমন কেনো উৎস নেই। তাই তারা নিজ উদ্যোগে পোল্ট্রি ফার্ম গড়ে তুলেছেন। পোল্ট্রি ফার্মের টিন শেড ঘর নির্মাণের ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। 

জলাবদ্ধতারর বিষয়ে জানতে চাইলে সাবেক ইউপি সদস্য কাজী নজরুল ইসলাম ফারুক বলেন, মিয়াজী খাল থেকে সুনির্দিষ্ট ড্রেন না থাকায় মূলত এই এলাকার জলবদ্ধতা নিরসন সম্ভব হচ্ছে না। এসময় তিনি অতিদ্রুত ড্রেন নির্মাণ করার জন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেন। 

এসময় অভিযুক্ত মোহাম্মদ নুরুল আমিন ফটিক বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ বানোয়াট। মূলত খাল সংস্কার না করায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে: বদিউল আলম
স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে: বদিউল আলম
পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ঝালকাঠি জেলা জুড়ে বিক্ষোভ
পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ঝালকাঠি জেলা জুড়ে বিক্ষোভ
বাঁশখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের কমিটি অনুমোদিত
বাঁশখালী পৌরসভার ৩নং ওয়ার্ডের কমিটি অনুমোদিত