যশোরে দেশজুড়ে হত্যাকাণ্ডের প্রতিবাদে মানববন্ধন


যশোর প্রতিনিধি
সাম্প্রতিক ঘটে যাওয়া দেশজুড়ে হত্যা, গুম, বিচারবহির্ভূত হত্যা ও মব লিঞ্চিংয়ের প্রতিবাদে যশোরে ছাত্র-জনতা মানববন্ধন করেছেন। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতীকী ব্যানার, প্ল্যাকার্ড ফেস্টুন হাতে ও প্রতিবাদী স্লোগানে মুখরিত করে তোলেন প্রেসক্লাব চত্বর।
শনিবার (১২ জুলাই) যশোর প্রেসক্লাবের সামনে সাধারণ ছাত্র-জনতার ব্যানারে এই প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ কর্মসূচিতে স্থানীয় জনগণ, সাধারণ ছাত্র, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী, পেশাজীবী ও সচেতন নাগরিক সমাজ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, রাজধানী থেকে শুরু করে গ্রাম-গঞ্জ পর্যন্ত দেশের নানা প্রান্তে প্রতিনিয়ত খুন, গুম ও গণপিটুনির মতো ভয়াবহ ঘটনা ঘটছে। বিশেষভাবে আলোচিত হয় সম্প্রতি মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী লাল চাঁদ সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনা।
এক শিক্ষার্থী বলেন, “যদি অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে মানুষ একসময় আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবে। এখনই সময় কঠোর পদক্ষেপ নেওয়ার।”
বক্তারা বলেন, “গুজব বা ছোটখাটো ঘটনার জেরে যেভাবে মানুষকে গণপিটুনির শিকার হতে হচ্ছে, তা সমাজে অস্থিরতা তৈরি করছে। এর পাশাপাশি রাজনৈতিক সহিংসতা সমাজে নতুন করে আতঙ্ক সৃষ্টি করছে।"
তারা অভিযোগ করে বলেন, এসব ঘটনার পেছনে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা এবং রাজনৈতিক প্রভাবই মূল কারণ। দোষীরা বিচার ও শাস্তির বাইরে থেকে যাওয়ায় অপরাধের হার বেড়েই চলেছে। ফলে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে নিরাপত্তাহীনতা।
মানববন্ধনের অন্যতম আয়োজক বলেন, “আমরা এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসিনি। আমরা চাই বিচার—যে বিচার দৃষ্টান্ত স্থাপন করবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করবে।”
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা সরকারের প্রতি আহ্বান জানান, যাতে সাধারণ মানুষের উদ্বেগ ও নিরাপত্তাহীনতার বিষয়গুলো গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়।
তারা আরও বলেন, “একটি মানবিক, নিরাপদ এবং আইনসম্মত রাষ্ট্রব্যবস্থা গড়তে এখনই প্রয়োজন কার্যকর উদ্যোগ ও জবাবদিহিমূলক প্রশাসন।”
ভিওডি বাংলা/ এমএইচ
ফরিদপুর জেলা ছাত্রলীগের নেতা ইনামুল হাসান গ্রেপ্তার
ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় বিস্ফোরক মামলার আসামি ছাত্রলীগের সাবেক জেলা …

রাতভর গাছের সঙ্গে বেঁধে রাখা হয় বিএনপি নেতাকে
মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জের দৌলতপুরে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে অনৈতিক কাজের …
