নির্বাচনের প্রস্তুতি ব্যাহত করতে ষড়যন্ত্র শুরু হয়েছে : জয়নুল আবদিন

নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেন, প্রধান উপদেষ্টা ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি শেষ করার কথা বলার পরেই দেশে সংকট তৈরি করার জন্য হত্যাকাণ্ডসহ নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। এসব ষড়যন্ত্রে কান না দিয়ে প্রধান উপদেষ্টাকে তার প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বান জানান।
শনিবার (১২ জুলাই) দুপুরে প্রেসক্লাবে এক ব্রিফিংয়ে এসব মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, মিটফোর্ডের এই হত্যার সাথে যারা জড়িত তাদের খুঁজে বের করতে হবে। ব্লগার অভিজিৎকে যখন ফুটপাতে কুপিয়ে হত্যা করা হয়েছিল আওয়ামী লীগ তাদের বহিস্কার করেনি। তারেক রহমান বিষয়টি শোনার সাথে সাথে তাদের আজীবন বহিষ্কার করা হয়। এ ঘটনায় বিএনপি সাহসিকতার পরিচয় দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি জানান, ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় ছাত্রদল, যুবদল সংবাদ সম্মেলন করে স্পষ্ট বিবৃতি দিচ্ছে। কিন্তু হারুন, বিপ্লবদের বিরুদ্ধে যে মামলা তিনি দায়ের করেছিলেন এ বিষয়ে কোনও ব্যবস্থা নেয়া হয়নি। তারা কোথায় আছেন কেন গ্রেফতার করা হচ্ছে না এ বিষয়ে জনগণকে জানাতে হবে বলে উল্লেখ করেন তিনি।
তারেক রহমান ও প্রধান উপদেষ্টার লন্ডনের বৈঠক এবং ফ্রেব্রুয়ারিতে নির্বাচনের যে প্রস্তুতি এসবকে ব্যাহত করতে চক্রান্ত চলছে। যখন প্রধান নির্বাচন কমিশনার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির ঘোষণা দিলেন তখনই এই হত্যাকাণ্ড, তখনই এই বিব্রতকর অবস্থা। এসব ষড়যন্ত্রে কান না দিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা ও সংসদীয় সরকার কায়েম করে প্রধান উপদেষ্টাকে প্রতিশ্রুতি রাখার আহ্বান জানান তিনি।
ভিওডি বাংলা/ এমএইচ
কতিপয় দল বিএনপিকে বিতর্কিত করার চেষ্টা করছে: আযম খান
পাবনা প্রতিনিধি
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান …

গণতন্ত্রের প্রথম পদক্ষেপ হচ্ছে নির্বাচন- মির্জা ফখরুল
জ্যেষ্ঠ প্রতিবেদক
পুরান ঢাকায় মাথা থেঁতলে হত্যাকান্ডসহ কয়েকটি ঘটনার অতিদ্রুত …

চব্বিশের আকাঙ্ক্ষা এখনো পূরণ হয়নি: সারজিস আলম
বাগেরহাট প্রতিনিধি
চব্বিশের অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা নিয়ে তাঁরা রাজপথে নেমেছিলেন, সেই …
