• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

সারিয়াকান্দিতে ব্লাড ডোনেট ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

   ১১ জুলাই ২০২৫, ০৯:০০ পি.এম.
ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সদস্য বৃন্দ

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি 


বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় “আল্লাহ বাঁচাবে প্রাণ আমরা করবো স্বেচ্ছায় রক্তদান” এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশন এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বেচ্ছাসেবী মিলন মেলা। অনুষ্ঠানে সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সকল স্বেচ্ছাসেবী সদস্য অংশগ্রহণ করেন।

শুক্রবার (১১ জুলাই)বগুড়ার নবাববাড়ি অবস্থিত  টিএমএসএস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রাশেদ মাহমুদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ আরাফাত।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আপেল মাহমুদ, পরিচালক, দেশ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বগুড়া ও উপদেষ্টা, সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশন।

পৃষ্ঠপোষকতা করেন মোঃ পারভেজ আলম পল্লব, ম্যানেজার (সেলস্), অ্যাসেটস ডেভেলপমেন্ট অ্যান্ড হোল্ডিংস লিমিটেড এবং উপদেষ্টা, সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুল ওহাব (বিএসসি), ব্যবস্থাপনা পরিচালক, স্কাইটাচ ডিজাইন অ্যান্ড হোল্ডিংস লিমিটেড এবং উপদেষ্টা, ফাউন্ডেশন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ মোঃ তোজাম্মেল হক, রামচন্দ্রপুর স্কুল অ্যান্ড কলেজ ও উপদেষ্টা, মোঃ খোরশেদ আলম, উপদেষ্টা, মোঃ ওসমান গনি, তরুণ সমাজসেবক ও উপদেষ্টা, মোঃ মেহেদী হাসান, ইউরোপ প্রবাসী, মোঃ রিদয়, ইউরোপ প্রবাসী, মোঃ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত সভাপতি, হরিনা স্বপ্ন ছায়া ফাউন্ডেশন,মোঃ বিপ্লব আল হাসান, ম্যানেজার, দেশ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বগুড়া

দিনব্যাপী এই মিলনমেলায় রক্তদানে উৎসাহ জোগাতে বক্তব্য, সম্মাননা প্রদান, অভিজ্ঞতা বিনিময় ও কৃতজ্ঞতা স্মারক বিতরণের আয়োজন ছিল।

আয়োজকরা জানান, সারিয়াকান্দি ব্লাড ডোনেট ফাউন্ডেশনের এই যাত্রা কেবল রক্তদানেই সীমাবদ্ধ নয়, বরং মানবতার সেবায় নিজেদের আরও বেশি নিয়োজিত করাই তাদের লক্ষ্য।

প্রতিষ্ঠার পাঁচ বছরে সংগঠনটি শত শত রোগীকে জরুরি রক্ত সরবরাহ করে প্রাণ বাঁচাতে ভূমিকা রেখেছে। এই অনুষ্ঠান ছিল সেই সব মানবিক গল্পের উদযাপন এবং আগামী দিনের প্রেরণার উৎস।

 

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিএনপির মহাসচিবের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
বিএনপির মহাসচিবের ভাইয়ের ওপর হামলা, গাড়ি ভাঙচুর
স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে: বদিউল আলম
স্বৈরাচারী ব্যবস্থা যেন ফিরে না আসে: বদিউল আলম
পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ঝালকাঠি জেলা জুড়ে বিক্ষোভ
পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ঝালকাঠি জেলা জুড়ে বিক্ষোভ