• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

মঞ্চে কেঁদে ফেললেন নেহা কক্কর!

বিনোদন ডেস্ক    ১১ জুলাই ২০২৫, ০৪:১৫ পি.এম.
কণ্ঠশিল্পী নেহা কক্কর। ছবি- সংগৃহীত

বিনোদন ডেস্ক

সম্প্রতি অস্ট্রেলিয়ায় শো করতে গিয়ে অপ্রীতিকর পরিস্থিতির মুখে পড়লেন নেহা কক্কর। ঘটনা এতদূর গড়িয়েছে যে কান্নায় ভেঙে পড়লেন নেহা। নির্দিষ্ট সময়ের ৩ ঘন্টা পরে মঞ্চে উঠেই শিল্পীকে শুনতে হল, 'ফিরে যান হোটেলে গিয়ে বিশ্রাম করুন, এটা ভারত নয়।'

অস্ট্রেলিয়ার মেলবোর্নে শো করতে গিয়েছিলেন এই কন্ঠশিল্পী। আর সেখানেই, অনুষ্ঠানের জায়গায় পৌঁছতে ৫-১০ মিনিট নয়, টানা ৩ ঘণ্টা দেরি করেন তিনি। ৩ ঘণ্টা ধরে অপেক্ষা করেছেন দর্শক। আর সেই কারণেই শিল্পীকে 'গো-ব্যাক' স্লোগান দিলেন উপস্থিত দর্শকেরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি ভাইরাল হয়েছে একটি ভিডিও ক্লিপ। সেখানে দেখা যাচ্ছে, মেলবোর্নে অনুষ্ঠান করতে গিয়েছিলেন নেহা কক্কর। তবে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, শিল্পী নাকি ৩ ঘণ্টা দেরিতে অনুষ্ঠানের জায়গায় পৌঁছান। এসময় শিল্পীকে সামনে পেয়েই ক্ষোভে ফেটে পড়েন দর্শকেরা।

মঞ্চে উঠেই নেহা বলেন, 'আপনারা সত্যিই ভীষণ ভাল যে এতটা সময় ধৈর্য্য ধরে অপেক্ষা করেছেন। আমি আমার জীবনে কাউকে এতটা অপেক্ষা করাইনি। কিন্তু আপনারা আমার জন্য এতক্ষণ অপেক্ষা করলেন। এটা সত্যিই আমার কাছে অনেক বড় পাওনা। এই সন্ধ্যাটা আমার জন্য স্মরণীয় হয়ে থাকবে। আপনারা সকলেই আজ আমার জন্য মূল্যবান সময় বের করেছেন। এটা আমি মনে রাখব। শো-এর শেষে আপনারা সকলে যাতে নাচেন, সেই দায়িত্ব আমার।'

তবে তাতে কি আর চিঁড়ে ভেজে। উল্টো যেন ঘৃতাহুতি হয় দর্শকদের ক্ষোভে। দর্শকেরা আসন থেকে উঠে বলেন, 'এটা ভারত নয়, অস্ট্রেলিয়া। আপনি হোটেলে ফিরে গিয়ে বিশ্রাম করুন'।

অনেকে আবার বলে ওঠে, 'গো-ব্যাক, এটা আপনার ভারত নয়।' দর্শকদের চিৎকার, ক্ষোভপ্রকাশে নেহা বুঝতে পারেন, পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। তিনি মঞ্চের ওপর দাঁড়িয়েই কেঁদে ফেলেন। কিন্তু এখানেও রক্ষে নেই। একজন বলে ওঠেন, 'অভিনয়টা ভাল হচ্ছে। কিন্তু এটা ইন্ডিয়ান আইডল নয়।'

মঞ্চের এক কর্মী টিস্যু এগিয়ে দেন নেহার দিকে। সেটা নিয়েই কান্না চাপার চেষ্টা করেন নেহা। দর্শকদের একাংশ হাততালি দিয়ে নেহাকে সমর্থন করলেও, একাংশ ক্ষোভপ্রকাশ করতেই থাকে। দর্শকদের এত কথার আর কোনও উত্তর দিতে পারেননি নেহা। কিছুটা সময় চেয়ে নিয়ে নিজেকে সামলে নেন সঙ্গীতশিল্পী। কিন্তু তারপরে মাত্র ঘণ্টাখানের গান গেয়েই মঞ্চ ছাড়েন। এই ঘটনায় শিল্পীকে সমর্থন করে বলিউডের তরফ থেকে কোনও পোস্ট এখনও পর্যন্ত দেখা যায়নি।

ভিওডি বাংলা/এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিজে হয়ে পর্দায় আসছেন তানিয়া বৃষ্টি
ডিজে হয়ে পর্দায় আসছেন তানিয়া বৃষ্টি
পুরোহিতের বিরুদ্ধে মিস গ্র্যান্ড মালয়েশিয়ার অভিযোগ
পুরোহিতের বিরুদ্ধে মিস গ্র্যান্ড মালয়েশিয়ার অভিযোগ
প্রথমবার মেয়ের সঙ্গে গানে কণ্ঠ দিলেন ন্যান্সি
প্রথমবার মেয়ের সঙ্গে গানে কণ্ঠ দিলেন ন্যান্সি