• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জুলাই শহীদের স্মরণে জাবিপ্রবি ছাত্রদল নেতার বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক    ১১ জুলাই ২০২৫, ০৪:১১ পি.এম.
গোবিপ্রবি ছাত্রদল

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বরণে ব্যতিক্রমধর্মী জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) এক ছাত্রদল নেতার। গতানুগতিকতার বাহিরে গিয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ক্যাম্পাসে ব্যক্তিগত উদ্যোগে বৃক্ষরোপণের কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল। 

বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় তার সহপাঠী, অনুজ ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ক্যাম্পসের বিভিন্ন স্থানে প্রায় দশটি ফুল ও ফলের চারা রোপন করে যীনাত৷ এর মধ্যে ছিলো- আতা, পেয়ারা, কাঠাল, কৃষ্ণচূড়া ইত্যাদি৷ গাছগুলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মেডিকেল সেন্টারের সামনে লাগানো হয় বলে জানা গেছে।

এ প্রসঙ্গে শিক্ষার্থী যীনাত মিয়া আজিজুল জানান, দেশপ্রেম ও পরিবেশ রক্ষার চেতনাকে ধারণ করে এবং জুলাই ২০২৪ এ শহীদদের স্মরনে আমরা ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছি। ছাত্রদলের প্রতিটি কর্মী শুধু রাজনীতিতেই নয়,পরিবেশ উন্নয়নে প্রতিটি ক্যাম্পাসে সক্রিয় ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, জুলাই ২৪ এ যাঁরা দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার রক্ষায় প্রাণ দিয়েছেন, তাঁদের স্মৃতি যেন হারিয়ে না যায়, সেই চেতনা থেকেই আমরা আজ এই বৃক্ষরোপন। সারা বাংলাদেশে ছাত্রদলের প্রতিটি ইউনিটের নেতাকর্মী বৃক্ষরোপন কর্মসূচিতে অংশ নিচ্ছে একটাই লক্ষ সবুজ ক্যাম্পাস গড়ে তোলা।

পড়াশোনার পাশাপাশি যীনাত ছাত্র রাজনীতির সাথেও সম্পৃক্ত৷ তিনি রাজনীতি নিষিদ্ধ জাবিপ্রবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব হিসেবেও দায়িত্ব পালন করছেন৷


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
পাথর মেরে ব্যবসায়ীকে হত্যার প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ
বেরোবিতে শহীদ আবু সাঈদ স্মরণে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন
বেরোবিতে শহীদ আবু সাঈদ স্মরণে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন
চুয়েটে ছাত্রদল কমিটি ঘোষণার পর উত্তাল ক্যাম্পাস, শিক্ষার্থীদের বিক্ষোভ
চুয়েটে ছাত্রদল কমিটি ঘোষণার পর উত্তাল ক্যাম্পাস, শিক্ষার্থীদের বিক্ষোভ