• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জবি ছাত্রদলের ৮ নেতাকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক    ১০ জুলাই ২০২৫, ০৯:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

সাংগঠনিক দায়িত্বে অবহেলার কারণে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৮ নেতাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন, সাঈদ হাসান ইমন এবং সদস্য মো. রবিউল ইসলাম, জাকির হোসেন রানু, রাকিব হোসেন, ওবায়দুল ইসলাম, আহমেদুল কবীর বাধন ও মেহেদী হাসান মিরাজকে তাদের সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয়: আবদুস সালাম
নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয়: আবদুস সালাম
সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির স্বাস্থ্য স্থিতিশীল
সিঙ্গাপুরে চিকিৎসাধীন হাদির স্বাস্থ্য স্থিতিশীল
ইনশাআল্লাহ ২৫ ডিসেম্বর দেশে ফিরব : তারেক রহমান
ইনশাআল্লাহ ২৫ ডিসেম্বর দেশে ফিরব : তারেক রহমান