• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ- সভাপতি মাহফুজ গ্রেপ্তার

বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি :    ১০ জুলাই ২০২৫, ০৮:১১ পি.এম.
ছাত্রলীগের সহ- সভাপতি মাহফুজ। ছবি: সংগৃহীত

বাঁশখালী(চট্টগ্রাম) প্রতিনিধি :

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি নঈমুদ্দিন মাহফুজকে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
বুধবার (৯ জুলাই) রাতে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। নঈমুদ্দিন মাহফুজ বাঁশখালী উপজেলার পশ্চিম বড়ঘোনা আশকরিয়া বাড়ি এলাকার আবু আহমদের ছেলে।
 
পুলিশ জানান, মাহফুজ দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় সরকার বিরোধী নানা অপপ্রচার ও বিভিন্ন লোকজনের নামে কুৎসা রটনা করে আসছিল। তার বিরুদ্ধে ৫ আগস্টের পূর্বে চাম্বলে হাসপাতাল ভাঙচুর ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলা রয়েছে।
 
আটকের বিষয়টি নিশ্চিত করে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ছাত্রলীগ নেতা মাহফুজকে নগরীর ইপিজেড থানা পুলিশ গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। বাঁশখালীর মামলাগুলোতে তাকে গ্রেপ্তার দেখানোর পাশাপাশি আদালতে তার বিরুদ্ধে রিমান্ডের আবেদন জানানো হবে।
 
ভিওডি বাংলা/ জয়নাল/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেরপুরে বৃক্ষরোপণ বৃক্ষমেলার শুভ উদ্বোধন
শেরপুরে বৃক্ষরোপণ বৃক্ষমেলার শুভ উদ্বোধন
কালিহাতীর নারান্দিয়া ভুমি অফিসে ঘুষ ছাড়া মিলেনা খাজনা খারিজ
কালিহাতীর নারান্দিয়া ভুমি অফিসে ঘুষ ছাড়া মিলেনা খাজনা খারিজ
কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগ
কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগ