• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

গাইবান্ধায় ২৪২ কোটি টাকা ব্যয়ে হবে ৩৪টি স্কুল কাম বন্যা আশ্রয়কেন্দ্র

গাইবান্ধা জেলা প্রতিনিধি    ১০ জুলাই ২০২৫, ০৭:০২ পি.এম.
ছবি: সংগৃহীত

গাইবান্ধা জেলার দুর্যোগপ্রবণ এলাকাগুলোর মানুষকে আশ্রয় দেওয়ার পাশাপাশি শিক্ষার সুযোগ বাড়াতে নির্মিত হতে যাচ্ছে ৩৪টি বহুমুখী সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম বন্যা আশ্রয়কেন্দ্র। এই প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২৪১ কোটি ৮৮ লাখ ৫০ হাজার ১৫৫ টাকা।

গত মঙ্গলবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের অধীনে গাইবান্ধায় ৩৪টি স্কুল কাম আশ্রয়কেন্দ্র নির্মাণের জন্য পূর্ত কাজের দরপত্র অনুমোদন পেয়েছে। প্রকল্পটির বাস্তবায়ন কাজ যৌথভাবে পরিচালনা করবে মো. রাশেদুজ্জামান পিটার এবং মেসার্স হামীম ইন্টারন্যাশনাল।

স্থানীয় সরকার বিভাগের এক কর্মকর্তা জানান, “এই আশ্রয়কেন্দ্রগুলো শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, বর্ষা মৌসুমে বন্যার সময় স্থানীয় মানুষজন নিরাপদ আশ্রয় হিসেবে ব্যবহার করতে পারবেন। এতে করে মানবিক বিপর্যয় অনেকাংশে কমে আসবে।”

উল্লেখ্য, গাইবান্ধা জেলা প্রতিবছরই নদীভাঙন ও বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়। ফলে স্থানীয়দের জন্য টেকসই ও বহুমুখী অবকাঠামো গড়ে তোলা দীর্ঘদিনের দাবি ছিল। এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সেই চাহিদা কিছুটা হলেও পূরণ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ভিওডি বাংলা/ইমন মিয়া/এম 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অপকর্ম করলে খেসারত দিতে হবে ভোটের দিন : শ্যামল
অপকর্ম করলে খেসারত দিতে হবে ভোটের দিন : শ্যামল
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
টাঙ্গাইলে রেকর্ড পরিমাণ বৃষ্টি, শীতকালীন সবজির ক্ষতির শঙ্কা
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০
ভোলায় বিজেপি অফিস ভাঙচুর আহত ২০