• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
চীফ প্রসিকিউটর বনাম শেখ হাসিনার মামলার ৫৪তম সাক্ষ্যগ্রহণ আজ মেধা কাজে লাগালে বিশ্বে স্বনামধন্য হওয়া যায় - আবদুস সালাম হোয়াটসঅ্যাপের নতুন চমক ‘শিডিউল কল’ ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম

রাজশাহীতে ট্রাফিক আইন মানতে অনিহা

রাজশাহী ব্যুরো    ১০ জুলাই ২০২৫, ০৪:০১ পি.এম.

‘কখনও না পৌঁছানোর চেয়ে দেরীতে পৌঁছানো ভালো’ রাস্তার পাশে বিলবোর্ডে লেখা আছে। কিন্তু এ বাণীর ঠিক যেন উল্টো চলে যানবাহনগুলো। রাজশাহী মহানগরীর রেলগেইট থেকে আমচত্বর হয়ে মোহনপুর উপজেলার কেশরহাট পর্যন্ত প্রায় ১৯ কিলোমিটার রাস্তায়। ট্রাফিক আইন মানতে চালকদের চরম অনিহা দেখা যায়। নিজের মতো সুবিধা পাওয়ার জন্য চালকরা যানবাহনগুলো নিয়ে যায় উল্টো পথে। সড়কটি প্রশস্ত হওয়ার পর থেকে চালকদের অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, ট্রাফিক আইন মেনে না চলার প্রবণতা সড়কটিতে দূর্ঘটনার প্রবণতা বেশি লক্ষ্য করা গেছে।

সংশ্লিষ্ট থানা, ফায়ার সার্ভিস, গোয়েন্দা তথ্য ও স্থানীয়দের কাছে থেকে জানা যায় গত ৩ মাসে এই সড়কে ৩৯টি দূর্ঘটনায় আহত হয়েছেন ৪৭ জন এবং নিহত হয়েছেন ১৭ জন। সড়ক দূর্ঘটনার ভিতরে মোটরসাইকেলের সংঘর্ঘ সবচেয়ে বেশি হয়েছে বলে জানা যায়।

সম্প্রতি এই সড়কের শাহ মখদুম বিমানবন্দরের সামনে মাহিন্দ্রা গাড়ির ধাক্কায় সড়কে পড়ে গিয়ে ট্রাকের নিচে পিষ্ট হয়ে মারা যান সিভিল এভিয়েশনের সাবেক সিকিউরিটি ইনচার্জ মাহবুবুর রহমান (৬৫)। তার পরিবারের স্বজনদের সাথে কথা বলতে গেলে মৃতের বড় মেয়ের স্বামী ডাক্তার আব্দুল মোমিন বলেন, ‘সড়ক দূর্ঘটনায় মৃত্যু কখনোই কাম্য নয়। আমরা আমাদের পরিবারের স্বজনকে হারালাম, এ যে কি পরিমাণ কষ্ট তা বলা যাবে না। সড়ক দূর্ঘটনা রোধে আমরা চাই রাস্তায় গতি নিয়ন্ত্রণ ডিভাইস যাতে থাকে। অতিরিক্ত গতিতে গাড়ি চালালে তাদের সড়ক আইনুযায়ী মামলা বা জরিমানা করা।’

সড়কটির নওদাপাড়া পোস্টাল একাডেমী, আমচত্বর (ইসলামি মেডিকেল কলেজ হাসপাতাল) এর সামনে, পবা উপজেলার ভূগরইল, শাহ মখদুম বিমানবন্দরের সামনে, নওহাটা কলেজ মোড়, পবা থানার মোড়, রহমান ও আমান কোল্ড স্টোরেজের সামনে, মোহনপুর উপজেলার বিদিরপুর, ত্রিমোহিনী বাজার, সইপাড়া, কেশরহাট বাজার ইত্যাদি পয়েন্টগুলো অতি দূর্ঘটনা প্রবণ এলাকা।

সড়কের অধিকাংশ গ্রামীণ এলাকা হওয়ায় মহাসড়কে নিষিদ্ধ তিন চাকার যান, ভূটভুটি, ট্রলি, মাহিন্দ্রা, অটো ভ্যান, মাটি পরিবহণের ট্রাক্টর ও রিকশা চলাচল হওয়ায় এবং অল্পবয়সী কিশোরদের বাইকের অতিরিক্ত গতিতে চালানোয় দূর্ঘটনা বেশি ঘটছে বলে স্থানীয়দের কাছে থেকে জানা যায়। সবচেয়ে বড় সমস্যা যেটি তা হলো চালকদের অনেকেরই ট্রাফিক আইন মানতে অনিহা। নিজের সুবিধার আশায় এদের অনেকেই উল্টো পথে যানবাহন চালায়। এতে দুর্ঘটনা বেশি ঘটে।

শাহ মখদুম থানার বিমানবন্দরের সামনের সড়কের পাশে স্থানীয় মুদি দোকানী মিনারুল ইসলামের কাছে দূর্ঘটনার কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি এই বিমানবন্দরের সামনে প্রায় ৬ বছর থেকে দোকান চালাই। আগে যখন এই রাস্তা দুই লেন ছিলো তখন এত দূর্ঘটনা হতো না। আর এখন রাস্তা ভালো হওয়ায় এখানে প্রায় সব গাড়িই ওভারস্পিডে চলাচল করে। অল্পবয়সী ছেলেদের মোটরসাইকেল দূর্ঘটনা সবচেয়ে বেশি হয় এখানে। আমরা এমনও দেখেছি ওভারস্পিডে মোটরসাইকেল চালানোর কারণে নিয়ন্ত্রণ করতে না পেরে একা একাই রাস্তার ডিভাইডারের সাথে লেগে পড়ে গিয়ে মাথা ফেটে নিহত হয়েছে। তাই আমি মনে করি সর্বপ্রথম ওভারস্পিড নিয়ন্ত্রণ করতে হবে।

সড়কে ট্রাফিক আইন না মেনে উল্টো পথে গাড়ি চলাচল, সড়কে জ্রেবা ক্রসিং না থাকা, পথচারী পারাপারে আইন না মেনে চলা ইত্যাদি কারণে দূর্ঘটনা বেশি ঘটছে বলে জানায় সংশ্লিষ্টরা।
সড়ক দূর্ঘটনারোধে সচেতনতার বিকল্প নেই জানিয়ে নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার সাবেক সহ-সভাপতি ওয়ালিউল্লাহ বাবু বলেন, “সড়কে দূর্ঘটনা রোধে চালক থেকে শুরু করে পথচারী পর্যন্ত সচেতনতার কোন বিকল্প নেই। সচেতন ভাবে পথে চলাচল করলে সড়ক দূর্ঘটনা অনেকাংশে রোধ করা যায়। এছাড়াও যারা সড়ক দূর্ঘটনা রোধে সরকারি দায়িত্বে আছে তারাও তাদের জায়গা থেকে সম্পূর্ণ কাজ করে না। সবাই যদি সবার জায়গা থেকে এগিয়ে আসি তাহলে সড়ক দূর্ঘটনা রোধ করা সম্ভব বলে আমি মনে করি।”

সড়কে দূর্ঘটনা রোধে সবাইকে নিয়ে কাজ করা হচ্ছে জানিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) রাকিবুল হাসান বলেন, “রাজশাহী থেকে কেশরহাট পর্যন্ত সড়কে অনেক জনাকীর্ণ জায়গা ও পশু হাট আছে। সম্প্রতি দামকুড়া হাট চালু হয়েছে। রাজশাহী মেট্রোপলিটনের আওতাধীন যে মহাসড়ক আছে সেখানে দূর্ঘটনা রোধে গাড়ি চালক, মালিক শ্রমিক ও ইউনিয়নের সদস্যদের সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন সভা ও সেমিনার করা হচ্ছে। মহাসড়কে যাতে যত্রযত্র গাড়ি না দাঁড় করানো হয় সেই লক্ষ্যে টহল পুলিশ কাজ করছে।”

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: নূর আলম সিদ্দিকী বলেন, “রেলগেটে ফ্লাইওভারে কাজ চলছে সেজন্য এক লেন বন্ধ আরেক লেন খোলা এজন্য কিছুটা ভোগান্তি হচ্ছে। এছাড়াও আমরা সড়কে দূর্ঘটনা রোধে ইসলামি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গাড়ির ওভারস্পিড রোধে মার্কিং করে দিয়েছি। সড়কে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলছে।”

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামায়াত নেতার বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
জামায়াত নেতার বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ
বরগুনায় ডেঙ্গুর থাবা মৃত্যু ৫৪
বরগুনায় ডেঙ্গুর থাবা মৃত্যু ৫৪
গুইমারায় মেজরসহ সেনাবাহিনীর ১০ জন আহত
গুইমারায় মেজরসহ সেনাবাহিনীর ১০ জন আহত