• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বরিশাল বোর্ডে এসএসসিতে পাসের হার ৫৬.৩৮ শতাংশ

বরিশাল প্রতিনিধি    ১০ জুলাই ২০২৫, ০৩:৫৭ পি.এম.
বরিশাল বোর্ড

বরিশাল প্রতিনিধি

চলতি এসএসসি পরীক্ষায় বরিশাল বোর্ডে ৫৬ দশমিক ৩৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। গত বছর যা ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। এবার মোট জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ১১৪ জন। গত বছর যা ছিল ৬ হাজার ১৪৫ জন।

বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মে. ইউনুস আলী সি‌দ্দিকী। এসময় উপ‌স্থিত ছিলেন শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জি, এম, শহীদুল ইসলাম।

তিনি আরও জানান, বরিশালে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৪ হাজার ৭০২ জন। এর মধ্যে অংশ নিয়েছে ৮২ হাজার ৯৩১ জন। আর পাস করেছে ৪৬ হাজার ৭৫৮ জন। আর বহিষ্কার হয়েছে ২৮ জন।

তিনি আরও জানান, বিভাগের ৬ জেলার মধ্যে এ বছর ১৫০২ টি বিদ্যালয় অংশগ্রহণ করেছে। এরমধ্যে ১৭ টি স্কুলের শিক্ষার্থী  শতভাগ পাস করেছে। এছাড়া কেন্দ্র ছিল ১৯৪ টি। তবে পাশের হারের সা‌থে সা‌থে এ বছর জিপিএ ৫ এর সংখ্যা কমেছে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেরপুরে বৃক্ষরোপণ বৃক্ষমেলার শুভ উদ্বোধন
শেরপুরে বৃক্ষরোপণ বৃক্ষমেলার শুভ উদ্বোধন
কালিহাতীর নারান্দিয়া ভুমি অফিসে ঘুষ ছাড়া মিলেনা খাজনা খারিজ
কালিহাতীর নারান্দিয়া ভুমি অফিসে ঘুষ ছাড়া মিলেনা খাজনা খারিজ
কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগ
কোটি টাকার তেল আত্মসাতের অভিযোগ