ব্যাংক খাতে ঠগ বাছতে গাঁ উজাড়ের মতো অবস্থা: গভর্নর


বিগত সরকারের আমলে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে ব্যাংক খাত ভঙ্গুর হয়ে যায় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি বলেন, ব্যাংক খাতে এতো বেশি দুর্নীতিবাজ কর্মকর্তা যে, এখন তাদের সবাইকে ধরতে গেলে আর্থিকখাত ঝুঁকির মধ্যে পড়বে।
বুধবার (৯ জুলাই) রাজধানীর একটি হোটেলে আয়োজিত অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিটে তিনি এ কথা বলেন।
গভর্নর বলেন, ঠগ বাছতে গাঁ উজাড়ের মতো, সব অসাধু ব্যাংক কর্মকর্তাকে একসাথে ধরতে গেলে এখন পুরো আর্থিকখাতই ঝুঁকির মধ্যে পড়বে। তিনি বলেন, বিগত সরকারের আমলে অনিয়ম, দুর্নীতি ও লুটপাটে ব্যাংক খাত হয়ে যায় ভঙ্গুর। যা থেকে উত্তরণে এরইমধ্যে ২০টি ব্যাংকের বিশেষ নিরীক্ষা কার্যক্রম শেষ করেছে বাংলাদেশ ব্যাংক। ডিসেম্বরের মধ্যে বাকি ৪১টিরও শেষ হবে; আর ২৬ এর জানুয়ারি থেকে ৩৬০ ডিগ্রি সুপারভিশন হবে।
এছাড়া, রিক্স বেসড সুপারভিশন ২৮ সালের মধ্যে পুরোপুরি কার্যকর করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ ব্যাংকের অডিট কোয়ালিটি ভালো হওয়ার সম্ভাবনা দেখা গেছে উল্লেখ করে ড. আহসান এইচ মনসুর বলেন, অডিট টিম প্রফেশনাল, তারা সঠিক চিত্র তুলে ধরছে। কিন্তু কোম্পানিগুলোর অডিট মানুষ বিশ্বাস করতে চায় না। এটাকে বিশ্বাসযোগ্য করতে হবে। সঠিক অডিটের অভাবে শেয়ারবাজারেও প্রভাব পড়ছে।
ব্যাংকগুলো এনপিএলের সঠিক তথ্য দেয় না উল্লেখ করে তিনি বলেন, তাদের দেয়ার তথ্য বাস্তবতার সঙ্গে মেলে না। ব্যাংকখাতে করপোরেট সুশাসনের ঘাটতি আছে। এটা উন্নত করতে হবে। ব্যাংক কোম্পানি আইন রিভিউ করবো। সবাইকে সুশাসন নিশ্চিত করতে হবে। না হলে টিকে থাকা কঠিন হবে।
আজকের অডিট অ্যান্ড অ্যাকাউন্টিং সামিটে আরও বক্তব্য রাখেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান আব্দুল মোমেন।
দুদক চেয়ারম্যান বলেন, বাংলাদেশ ব্যাংক গত ১৫ বছরের আর্থিক খাতের লুটপাটের কোনো বিচার করতে পারেনি। বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনসহ আর্থিক প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
ভিওডি বাংলা/ এমপি
অর্থবছরে তৈরি পোশাক রপ্তানি ৮.৮৪ শতাংশ বৃদ্ধি
নিজস্ব প্রতিবেদক
বৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও গত অর্থবছরে (২০২৪-২৫) বাংলাদেশ তৈরি …

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র শুল্ক আলোচনা অব্যাহত
নিজস্ব প্রতিবেদক
ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার …

৪৩ পণ্য রপ্তানিতে মিলবে নগদ প্রণোদনা
২০২৫-২৬ অর্থবছরের প্রথম ছয় মাসে ৪৩ ধরনের পণ্য রপ্তানির বিপরীতে …
