• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ধর্মকে রাজনীতির অস্ত্র বানানো বিশ্বাসঘাতকতা: আমিনুল হক চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ায় ১২ দলীয় জোটের তীব্র নিন্দা গণতন্ত্র রক্ষায় তত্ত্বাবধায়ক পুনর্বহালের রায় ইতিবাচক: রিজভী মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ সুষ্ঠু নির্বাচনের জন্য সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে স্বতন্ত্র হলেও আওয়ামী লীগ নেতাদের নির্বাচন করতে দেয়া হবে না তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায়ে যা বললেন খসরু ‘শুটার জনি’র সঙ্গে ৩০ হাজার টাকায় চুক্তি হয়: র‌্যাব নারীদেরকে পিছনে রেখে আমরা এগিয়ে যেতে পারব না: ধর্ম উপদেষ্টা প্রচারে তারেক ও জিয়ার ছবি ব্যবহার করা যাবে না: এনসিপি

সাবেক ভূমিমন্ত্রীর বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ

নিজস্ব প্রতিবেদক    ৯ জুলাই ২০২৫, ০৮:০৫ পি.এম.

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর স্বার্থ সংশ্লিষ্ট ছাব্বিশ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে থাকা পাঁচশত ছিয়াত্তর কোটি আট লাখ সাতাত্তর হাজার সাতশত ত্রিশ টাকা মূল্যের বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করার আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (০৯ জুলাই) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিবের আদালত এ আদেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. তানজির আহমেদ এ তথ্য জানান।

হিসাব অবরুদ্ধ করা উল্লেখযোগ্য ব্যক্তিরা হলেন- সাইফুজ্জামানের স্ত্রী রুখমিলা জামান চৌধুরী, বসির আহমেদ, আনিসুজ্জামান চৌধুরী, মো. এমএ সবুর, বজল আহমেদ, নুরুল ইসলাম চৌধুরী ও আসিফুজ্জামান চৌধুরী।

এদিন সংস্থাটির উপপরিচালক মো. মশিউর রহমান এ আবেদন করেন। এতে বলা হয়, সাইফুজ্জামান ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করতে দুদক, সিআইডি এবং জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের নিয়ে সাত সদস্যের সমন্বয়ে একটি যৌথ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অনুসন্ধানে সাইফুজ্জামান এবং তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিও হিসাবসমূহ পাওয়া যায়। এসব হিসাব নগদায়নসহ অর্থ অন্যত্র স্থানান্তর ও হস্তান্তর করার প্রচেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। এসব কারণে সাইফুজ্জামান ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ২৬টি বিও অ্যাকাউন্ট অবরুদ্ধ করা প্রয়োজন।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
রাজসাক্ষী আবজালুলের ট্রাইব্যুনালে ক্ষমাপ্রার্থনা
রাজসাক্ষী আবজালুলের ট্রাইব্যুনালে ক্ষমাপ্রার্থনা
যে কারণে রায়ের কপি মন্ত্রণালয়গুলোতে যাচ্ছে না আজ
যে কারণে রায়ের কপি মন্ত্রণালয়গুলোতে যাচ্ছে না আজ