• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অ্যাপলের শীর্ষ এআই নির্বাহী যোগ দিলেন মেটায়

   ৯ জুলাই ২০২৫, ০৪:০৯ পি.এম.
এবার মেটায় গেলেন অ্যাপলের শীর্ষ এআই নির্বাহী। ছবি: রয়টার্স

তথ্যপ্রযুক্তি ডেস্ক 

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআইয়ের কিছু কর্মীর পর এবার মেটায় যোগ দিচ্ছেন অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দলের শীর্ষ নির্বাহী।

বিষয়টি সম্পর্কে পরিচিত সূত্রের বরাত দিয়ে মার্কিন বাণিজ্য প্রকাশনা ব্লুমবার্গ প্রতিবেদনে লিখেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটায় যোগ দিচ্ছেন অ্যাপলের এআই মডেল বিভাগের শীর্ষ নির্বাহী রুয়োমিং প্যাং।

‘অ্যাপল ফাউন্ডেশন’ মডেল টিমের প্রধান প্যাং মেটার নতুন ‘সুপারইন্টেলিজেন্স’ টিমে যোগ দেবেন, যেখানে তার বার্ষিক পারিশ্রমিক কোটি ডলারেরও বেশি হবে প্রতিবেদনে উল্লেখ করেছে ব্লুমবার্গ।

রয়টার্স লিখেছে, বর্তমানে খুব উৎসাহের সঙ্গে গুরুত্বপূর্ণ কোম্পানি বা প্রযুক্তি কেনার চেষ্টা করছে মেটার মতো টেক জায়ান্টরা। আগামী দিনের এআই দৌড়ে এগিয়ে থাকতে এআই নিয়ে যারা ভবিষ্যত তৈরি করবে তাদের মতো শীর্ষ প্রতিভাদের আকৃষ্ট করতে কোটি কোটি ডলার বেতনের লোভ দেখাচ্ছে এসব কোম্পানি। আর এমন সময়ই অ্যাপল কর্মীর মেটায় যাওয়ার খবর এল।

‘মেটা সুপারইন্টেলিজেন্স ল্যাবস’ নামে নতুন এক বিভাগের অধীনে কোম্পানির এআই সংশ্লিষ্ট কাজকে পুনর্গঠন করছেন কোম্পানিটির সিইও মার্ক জাকারবার্গ।

মেটার এ বিভাগের নেতৃত্ব দেবেন আলেকজান্ডার ওয়াং। এর আগে ডেটা লেবেলিং স্টার্টআপ ‘স্কেল এআই’-এর সিইও ছিলেন তিনি। এখন সোশাল মিডিয়া জায়ান্টটির নতুন উদ্যোগের প্রধান এআই অফিসার হবেন ২৮ বছর বয়সী ওয়াং।

তার ‘স্কেলএআই’ নামের এআই স্টার্টআপে মেটা একশ ৪৩ কোটি ডলার বিনিয়োগের পর মেটার ল্যাবটিতে যোগ দিয়েছেন তিনি।

এর আগে, ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান বলেছেন, চ্যাটজিপিটির কর্মীদের নিজের কোম্পানিতে আনতে ১০ কোটি ডলার পর্যন্ত প্রস্তাব দিয়েছিলেন জাকারবার্গ, যাদের অনেকেই মেটার নতুন সুপারইন্টেলিজেন্স ল্যাবে যোগ দিয়েছেন।

এ ল্যাবে যোগ দেওয়া সাবেক ওপেনএআই কর্মীদের মধ্যে রয়েছেন শুচাও বি, হুইওয়েন চ্যাং, জি লিন, হংইউ রেন, জিয়াহুই ইউ ও শেংজিয়া ঝাও। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে রয়েছেন গুগল ও অ্যানথ্রপিকের সাবেক গবেষকরাও।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আপনার মোবাইল থেকে ছবি চুরি করছে যে অ্যাপ
আপনার মোবাইল থেকে ছবি চুরি করছে যে অ্যাপ
ভুয়া চাকরির প্রলোভনে ম্যালওয়্যার ছড়াচ্ছে হ্যাকাররা
ভুয়া চাকরির প্রলোভনে ম্যালওয়্যার ছড়াচ্ছে হ্যাকাররা
দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল পে
দেশে আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগল পে