• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

   ৯ জুলাই ২০২৫, ০৩:৪৪ পি.এম.
প্রধান উপদেষ্টা, ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ও অন্যান্যরা। ছবি : সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড্যাশো কার্মা হামু দর্জি।

বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে প্রধান উপদেষ্টা ভুটানকে বাংলাদেশের বিদ্যমান অবকাঠামোগত সুবিধা কাজে লাগানোর আহ্বান জানান এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের উল্লেখযোগ্য সম্ভাবনার কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত দর্জি প্রধান উপদেষ্টার প্রতি ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিংয়ের শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন।

ভুটান ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন— ‘বাংলাদেশ সরকার ভুটানকে চিকিৎসাশিক্ষা ও একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় যে সহায়তা দিচ্ছে, তার জন্য আমরা কৃতজ্ঞ।’ তিনি দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের আগ্রহ প্রকাশ করেন।

মানবিক সম্পর্ক জোরদার করার ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা বলেন— ‘উভয় দেশের তরুণ প্রজন্মের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও সফরের মাধ্যমে পারস্পরিক বন্ধন দৃঢ় করা উচিত।’ তিনি জানান— বাংলাদেশ সার্কের চেতনা টিকিয়ে রাখতে এবং এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে তাকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং আশা প্রকাশ করেন যে, তার মেয়াদকালে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে ইউরোপীয় ইউনিয়নের সমর্থন
নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
নির্বাচন ঘিরে ৯ দিন মাঠে থাকবে বিশেষ আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
নতুন পোশাকে মাঠে নামল বাংলাদেশ পুলিশ
নতুন পোশাকে মাঠে নামল বাংলাদেশ পুলিশ