• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পূজা প্রস্তুতি পরিদর্শন করেছেন প্রধান উপদেষ্টা প্রতিভাবান খেলোয়াড়দের দায়িত্ব রাষ্ট্র নেবে: আমিনুল হক ডাকসুর নেত্রীদের ‘গৃহদাসী’ মন্তব্য করে চাকরি হারালেন ব্র্যাক গবেষক ক্যান্সার আক্রান্ত হেফাজত নেতা মাওলানা ফারুকী’র পাশে তারেক রহমান ১৩ দিনে ১৬ হাজার কোটি টাকা রেমিট্যান্স এরদোগানের পদত্যাগের দাবিতে উত্তাল আঙ্কারা মোহাম্মদপুর মহিলা কলেজের নবীনবরন অনুষ্ঠানে চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে তারেক রহমানের বাণী মানুষের পশুত্ব বর্জনই হোক সবার অঙ্গীকার : তারেক রহমান টানা ৪ দিনের ছুটি মিলছে সরকারি কর্মচারীদের

অভিনেত্রী হুমাইরা আসগরের মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক    ৯ জুলাই ২০২৫, ০২:০৭ পি.এম.
অভিনেত্রী হুমাইরা আসগর আলী। সংগৃহীত ছবি

পাকিস্তানের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী হুমাইরা আসগর আলীর (৩২) লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার করাচির ডিফেন্স হাউজিং অথরিটি (ডিএইচএ) এলাকার একটি ভবনের চতুর্থ তলার একটি ফ্ল্যাট থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ জুলাই) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

সাউথ ডিআইজি সৈয়দ আসাদ রেজা জানান, ৩২ বছর বয়সী এই অভিনেত্রীকে ডিফেন্স ফেজ-৬-এর ইত্তেহাদ কমার্শিয়াল এলাকার একটি ভবনের চতুর্থ তলার ভাড়া ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায়।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মরদেহটি সেখানে কয়েক দিন ধরে পড়ে ছিল।

ডিআইজি আরও জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী ফ্ল্যাট খালি করার জন্য গিজরি থানা পুলিশ ও একজন বেলিফ মঙ্গলবার বিকেল ৩টা ১৫ মিনিটে সেখানে যায়। দরজায় বহুবার নক করার পরও সাড়া না পেয়ে তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে মরদেহ দেখতে পান।

দক্ষিণ বিভাগের এসএসপি মঞ্জুর আলী জানান, ২০২৪ সাল থেকে হুমাইরা ভাড়ার টাকা দিচ্ছিলেন না। এজন্য মালিক আদালতের শরণাপন্ন হন এবং ফ্ল্যাট খালি করার নির্দেশ পান। 

প্রতিবেদনে বলা হয়েছে, লাশ দেখে পুলিশ ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়, তারা এসে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য জিন্নাহ পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে পুলিশ সার্জন ডা. সুমাইয়া সৈয়দ বলেন, মরদেহটি ‘গভীর পচন’ অবস্থায় ছিল। কেমিক্যাল বিশ্লেষণের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যাবে।

তবে প্রাথমিকভাবে কোনো ষড়যন্ত্র বা খুনের আলামত পাওয়া যায়নি। কারণ সব দরজা ভেতর থেকে বন্ধ ছিল। চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চিকিৎসকদের রিপোর্টের অপেক্ষায় আছেন বলে জানিয়েছেন এসএসপি। 

পুলিশ জানিয়েছে, তার মোবাইল ফোনের যোগাযোগের সূত্র ধরে আত্মীয়স্বজনের খোঁজ নেওয়া হচ্ছে।

ডন ডটকম সূত্রে জানা যায়, ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জালাইবি’ এবং বিখ্যাত রিয়েলিটি শো ‘তমাশা ঘর’-এ অংশ নিয়ে খ্যাতি লাভ করেছিলেন অভিনেত্রী হুমাইরা আসগর।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চিত্রনায়িকা বনশ্রী আর নেই
চিত্রনায়িকা বনশ্রী আর নেই
সংগীতশিল্পী আহরার মাসুদ ‘দীপ’ আর নেই
সংগীতশিল্পী আহরার মাসুদ ‘দীপ’ আর নেই
লিভারের ৭৫% নষ্ট হলেও সুস্থ আছেন অমিতাভ
লিভারের ৭৫% নষ্ট হলেও সুস্থ আছেন অমিতাভ