• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

ডিবি হারুনের ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত

   ৯ জুলাই ২০২৫, ১২:২১ পি.এম.
বরখাস্ত তিন কর্মকর্তা। ছবি : সংগৃহীত

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকবিরোধী অভিযানে গিয়ে টাকা আত্মসাতের অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তিন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আবুল হোসেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন— পরিদর্শক মো. সিরাজুল ইসলাম, উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান ও সহকারী উপ-পরিদর্শক মো. জিয়াউর রহমান। অভিযুক্তদের মধ্যে জিয়াউর রহমান পুলিশের গোয়েন্দা বিভাগের সাবেক প্রধান হারুনের ছোট ভাই।

অভিযোগকারী ভূঞাপুরের সাবেক কাউন্সিলর ছালেহা বেগম জানান— ‘গত ১৮ জুন অভিযানে অধিদপ্তরের লোকজন মাদক না পেয়ে গাড়ির তেলের খরচের অজুহাতে ২০ হাজার টাকা নেয়। পরে তারা ঘরে ঢুকে আসবাবপত্র তছনছ করে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার দেখায়। আলমারি থেকে ৬ লাখ ৬৬ হাজার টাকা এবং আরও ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায়।’

ছালেহা বেগম বলেন— ‘সহকারী উপ-পরিদর্শক শামীম আল আজাদ সবচেয়ে বেশি নির্যাতন করেছে। হাত ধরে টানাহেঁচড়া করেছে, ভয় দেখিয়ে লুকানো টাকা নিয়েছে। শুধু বরখাস্ত নয়, লুট হওয়া টাকা ফেরত চাই।’

এ ঘটনায় অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে অভিযুক্তদের সাময়িক বরখাস্ত করা হয় এবং আরও এক কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। উপ-পরিচালক আবুল হোসেন জানিয়েছেন— ‘তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রযুক্তির আলোয় দুর্যোগ সচেতনতা
প্রযুক্তির আলোয় দুর্যোগ সচেতনতা
সীমান্তে বিজিবির অভিযান ৬৫ বোতল ভারতীয় মদসহ অটো ভ্যান গাড়ী আটক
সীমান্তে বিজিবির অভিযান ৬৫ বোতল ভারতীয় মদসহ অটো ভ্যান গাড়ী আটক
টাঙ্গাইলে শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত
টাঙ্গাইলে শাজাহান সিরাজের মৃত্যুবার্ষিকী পালিত