• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রংপুরে শিবির নেতার বিরুদ্ধে তরুণী হেনস্তার অভিযোগ

   ৮ জুলাই ২০২৫, ০৫:৫৯ পি.এম.
প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক

সামাজিক যোগাযোগ মাধ্যম যেন আজ আর শুধু যোগাযোগের মাধ্যম নয়, কখনো কখনো তা হয়ে উঠছে হেনস্তা ও নির্যাতনের জায়গা। সম্প্রতি রংপুর মেডিকেল কলেজ  শিক্ষার্থী ও শিবির নেতা নাজিনূর রহমানের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন এক তরুণী। অভিযোগ রয়েছে ফেসবুকে তরুণীকে দিনের পর দিন অশালীন এবং কুরুচিপূর্ণ বার্তা পাঠিয়েছে।

তরুণীর ভাষ্য অনুযায়ী, প্রথম থেকেই তিনি শান্তভাবে বারবার অনুরোধ করেছিলেন যেন এমন বার্তা না পাঠানো হয়। কিন্তু সব অনুরোধ উপেক্ষা করে, ওই ব্যক্তি (শিবির নেতা) চালিয়ে যান যৌন হয়রানিমূলক বার্তা পাঠানো। একপর্যায়ে, পরশু রাতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়; যখন ওই তরুণকে পাঠানো হয় একের পর এক নোংরা এবং অপমানজনক মেসেজ।

বাধ্য হয়ে, তরুণী সংগ্রহ করেন এসব হেনস্তার প্রমাণ এবং প্রকাশ করেন তা নিজের ফেসবুক অ্যাকাউন্টে। কিন্তু এখানেই শেষ নয়। অভিযোগ রয়েছে, অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতাও— এবং তার এই কর্মকাণ্ডকে ঢাকতে মাঠে নামে ছাত্র শিবিরের আরও কিছু সদস্য। 

তরুণীর দাবি, এখন তাকে ফেসবুকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। তার নামে খোলা হচ্ছে একের পর এক ভুয়া অ্যাকাউন্ট। এমনকি ব্যবহার করা হচ্ছে অশ্লীল ভাষা, উদ্দেশ্য করে পোস্ট করা হচ্ছে কুরুচিপূর্ণ মন্তব্য। সবশেষে, তরুণী জানিয়েছেন; তিনি কারও বিরুদ্ধে অপবাদ দিতে চান না, শুধু চান সঠিক বিচার, চান আত্মসম্মানের নিরাপত্তা।

তরুণীর কাছে রয়েছে সকল কথোপকথনের স্ক্রিনশট এবং প্রমাণ যা তিনি প্রয়োজন হলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছেও তুলে দিতে প্রস্তুত। তিনি বলছেন, 'আমার সঙ্গে যে অন্যায় হয়েছে, আমি তার সুষ্ঠু বিচার চাই।

খোঁজ নিয়ে জানা যায়, অভিযুক্ত শিবির নেতা শুধু এই অপরাধের সঙ্গে জড়িত নয়; সে সাধারণ শিক্ষার্থীর মুখোশ পড়ে শিবির সম্পৃক্ততাকে আড়াল করে রেখে নানা রকম কুকর্মের সঙ্গেও জড়িত।

ভিওডি বাংলা/ এমপি

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোন্দল না থামালে পরিস্থিতি ভয়াবহ হবে: কনক সরওয়ার
কোন্দল না থামালে পরিস্থিতি ভয়াবহ হবে: কনক সরওয়ার
বাঙলা কলেজ ছাত্রদল নেতার পদত্যাগ
বাঙলা কলেজ ছাত্রদল নেতার পদত্যাগ
ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্য অপরিহার্য: ডা. মওদুদ
ফ্যাসিবাদ বিরোধী শক্তির ঐক্য অপরিহার্য: ডা. মওদুদ