• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

অর্থ আত্মসাতের অভিযোগে শাহীন চাকলাদারসহ ৪ জনের বিরুদ্ধে মামলা

   ৮ জুলাই ২০২৫, ০৪:৫৬ পি.এম.

যশোর প্রতিনিধি

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারসহ চারজনের বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) কেশবপুর শহীদ লে. মাসুদ মেমোরিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ মশিয়ার রহমান সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আঞ্জুমান আরা বেগমের আদালতে মামলাটি দায়ের করেন। 

মামলার অন্যান্য আসামিরা হলেন শাহীন চাকলাদারের পিএস আলমগীর সিদ্দিকি টিটো, তার স্ত্রী শামীমা পারভীন রুমা এবং মাগুরখালী গ্রামের মৃত সোবহান গাজীর ছেলে রবিউল ইসলাম।
 
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, শাহীন চাকলাদার সংসদ সদস্য থাকা অবস্থায় অন্য আসামিদের সহায়তায় বদলি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য ও এমপিওভুক্তকরণসহ নানা সুবিধা টাকার বিনিময়ে করে দিতেন। বাদী সেই সময় শহীদ লে. মাসুদ মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ও রেজাকাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন।
 
ওই সুযোগে কলেজ ও স্কুলের বিভিন্ন কার্যক্রমে এমপিও আদেশ করিয়ে দেয়ার প্রলোভনে শাহীন চাকলাদার ও অন্যান্য আসামিরা বাদীর কাছে ৬৪ লাখ ৪৫ হাজার টাকা এবং অতিরিক্ত ২০ লাখ টাকা দাবি করেন। ২০২০ সালের ২ অক্টোবর থেকে ২০২১ সালের ৩০ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ে শাহীন চাকলাদারসহ আসামিদের হাতে টাকা হস্তান্তর করা হয়, যা তারা মেশিনে গুনে গ্রহণ করেন।
 
তবে প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না করায় বাদী পরে বিষয়টি জানতে চাইলে আসামিরা নানা তালবাহানা করেন এবং জানিয়ে দেন, কাজ আর হবে না। পরে বাদী মন্ত্রণালয়ে খোঁজ নিয়ে জানতে পারেন, টাকাগুলো চার আসামি ভাগ করে নিয়েছেন। কিন্তু মামলা ও হামলার ভয়ে তখন তিনি কোনো ব্যবস্থা নিতে সাহস পাননি।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বান্দরবানে দিন দিন জনপ্রিয় হচ্ছে মৌসুমি ফলের চাতনি
বান্দরবানে দিন দিন জনপ্রিয় হচ্ছে মৌসুমি ফলের চাতনি
দুলাভাই, দুলাভাই’ স্লোগানে মুখর বরগুনার এনসিপি মঞ্চ
দুলাভাই, দুলাভাই’ স্লোগানে মুখর বরগুনার এনসিপি মঞ্চ
চারজন শিক্ষকের স্কুলে শিক্ষার্থী শূন্য
চারজন শিক্ষকের স্কুলে শিক্ষার্থী শূন্য