• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল অবৈধ: হাই কোর্ট

   ৮ জুলাই ২০২৫, ০৪:৩২ পি.এম.
হাইকোর্ট ভবন। ছবি: সংগৃহীত

আদালত প্রতিবেদক

আওয়ামী লীগ সরকারের সময়ে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাই কোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর স্বাক্ষরের পর ১৩৯ পৃষ্ঠার এ রায় প্রকাশ হয়।

রায়ে আদালত বলেন, গণতন্ত্র সংবিধানের মৌলিক কাঠামোর অংশ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্র বিকশিত হয়। দলীয় সরকারের অধীনে অনুষ্ঠিত তিনটি জাতীয় নির্বাচনে জনগণের ইচ্ছা প্রতিফলিত হয়নি। এর ফলশ্রুতিতে জন্ম নিয়েছে জুলাই গণ-অভ্যুত্থান।

আদালত উল্লেখ করেন, তত্ত্বাবধায়ক সরকার জনগণের ইচ্ছায় সংবিধানে যুক্ত হয়েছিল এবং এটি মৌলিক কাঠামোর অংশ। তাই ২০১১ সালের পঞ্চদশ সংশোধনীর ২০ ও ২১ ধারা, ৭ক, ৭খ এবং ৪৪(২) অনুচ্ছেদকে সংবিধানবিরোধী ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদারসহ পাঁচজন বিশিষ্ট ব্যক্তি এ সংশোধনী চ্যালেঞ্জ করে রিট করেছিলেন। শুনানি শেষে হাই কোর্ট এই ঐতিহাসিক রায় দেয়

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চানখারপুলে হত্যা: অভিযোগ গঠন আজ
চানখারপুলে হত্যা: অভিযোগ গঠন আজ
হাইকোর্টের আদেশে টিউলিপ সিদ্দিকের মামলা স্থগিত
হাইকোর্টের আদেশে টিউলিপ সিদ্দিকের মামলা স্থগিত
হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ বিএনপির
হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ বিএনপির