• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

উচ্চস্বরে গান বাজাতে বাঁধা দেওয়ায় সেনা সদস্যকে হাতুড়ি পেটা

   ৮ জুলাই ২০২৫, ০১:৩৫ পি.এম.

মাদারীপুর প্রতিনিধি 

মাদারীপুরের রাজৈরে ইঞ্জিনচালিত নৌকায় উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায় এক সেনা সদস্যকে হাতুড়ি পেটা করে পা ভেঙে দিয়েছে স্থানীয় একদল যুবক। সোমবার (৭ জুলাই) দুপুরে উপজেলার বাজিতপুুর ইউনিয়নের নয়ানগর গ্রামে এ ঘটনা ঘটে। আহত সেনা সদস্য প্রশান্ত বৈদ্য (৩৩) ওই গ্রামের নকুল বৈদ্যর ছেলে।

এ ঘটনায় সোমবার (৭ জুলাই) মধ্যরাত ১২টার দিকে অভিযুক্ত ৫ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ তথ্য নিশ্চিত করেছেন রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান।

আটককৃতরা হলেন- রাজৈর উপজেলার বাজিতপুুর ইউনিয়নের চৌরাশি গ্রামের মৃনাল ভক্ত (৪২), একই গ্রামের রামানন্দ (৬৫), সুব্রত ভক্ত (২৭), সমর ভক্ত (৪১), আশুতোষ ভক্ত (৬৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ জুলাই শনিবার ২৫/৩০ জন মিলে রাজৈর উপজেলার বাজিতপুুর ইউনিয়নের নয়ানগর গ্রামে প্রশান্ত বৈদ্যর বাড়ির পাশে ইঞ্জিনচালিত নৌকায় উচ্চস্বরে গান বাজায়। এসময় তাদেরকে দূরে সরে গিয়ে গান বাজাতে বলেন সেনা সদস্য প্রশান্ত। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরই জের ধরে সোমবার দুপুরে প্রশান্ত বৈদ্যকে একা পেয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার ওপর সন্ত্রাসী হামলা চালায় বিভাষ ভক্ত, শান্তি ভক্ত, রবিন ভক্ত, পার্থ ভক্ত, রাকেশ ভক্ত, অভিজিৎ ভক্ত, তুষার ভক্ত, মৃনাল ভক্তসহ অজ্ঞত আরও ১০/১২ জন। এসময় হাতুড়ি দিয়ে পিটিয়ে প্রশান্তের বাম পা ভেঙে দেয় হামলাকারীরা। পরে তাকে উদ্ধার করে প্রথমে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা। সেখান থেকে গুরুতর অবস্থায় প্রশান্তকে বরিশাল সিএমএইচ হাসপাতালে প্রেরণ করেন কর্তব্যরত চিকিৎসক।

এ ঘটনার পর সোমবার রাতে রাজৈর আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার নাসির ও কাইয়ুমের নেতৃত্বে অভিযান চালিয়ে ৫ জনকে আটক করে সেনাবাহিনী। পরে রাত ১২টার দিকে পুলিশের কাছে আটকদের হস্তান্তর করা হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, প্রশান্তকে হাতুড়ি পেটা করে তার পা ভেঙে দিয়েছে স্থানীয় একদল সন্ত্রাসী। এ ঘটনা অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে সেনাবাহিনী। পরে আটককৃতদের মাদারীপুর নিয়ে গিয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে। সেখান থেকে রাজৈর থানায় এনে এজাহার দায়ের করা হবে।

ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদারীপুরে নদে ড্রেজার দিয়ে প্রতিদিন কোটি টাকার বালু লুট
মাদারীপুরে নদে ড্রেজার দিয়ে প্রতিদিন কোটি টাকার বালু লুট
বান্দরবানে দিন দিন জনপ্রিয় হচ্ছে মৌসুমি ফলের চাতনি
বান্দরবানে দিন দিন জনপ্রিয় হচ্ছে মৌসুমি ফলের চাতনি
দুলাভাই, দুলাভাই’ স্লোগানে মুখর বরগুনার এনসিপি মঞ্চ
দুলাভাই, দুলাভাই’ স্লোগানে মুখর বরগুনার এনসিপি মঞ্চ