• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

রণবীরের নতুন নায়িকা সারা অর্জুন

   ৮ জুলাই ২০২৫, ১২:১৫ পি.এম.
রণবীর সিং ও সারা অর্জুন। ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক

নিজের অভিনয় দক্ষতা এবং স্টাইলের জন্য বরাবরই প্রশংসা কুড়িয়েছেন রণবীর সিং। তবে ৪০তম জন্মদিনে নিজের নতুন ছবি ‘ধুরন্ধর’-এর পোস্টার প্রকাশের পর সমালোচনার মুখে পড়লেন এই অভিনেতা। 

কারণ, এই ছবিতে রণবীরের বিপরীতে নায়িকা হয়েছেন মাত্র ২০ বছরের সারা অর্জুন। অর্থাৎ নায়কের থেকে ২০ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে পর্দায় প্রেম করতে দেখা যাবে রণবীরকে।

এ নিয়ে সামাজিক মাধ্যমে অনেকেই লিখেছেন, “সালমানের মতো রণবীরও হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে জুটি বাঁধলেন।”

এর আগে সালমান খান ৩১ বছরের ছোট রাশমিকা মন্দানার সঙ্গে ও আমির খান ২৩ বছরের ছোট জেনেলিয়ার সঙ্গে পর্দায় রোমান্স করে সমালোচিত হয়েছিলেন। এবার সেই তালিকায় যোগ হলো রণবীরের নাম।

কে এই সারা অর্জুন? 

দক্ষিণী চলচ্চিত্রের অতি পরিচিত মুখ সারা অর্জুন। শিশুশিল্পী হিসেবেই তার ক্যারিয়ার শুরু, অভিনয় করেছেন হিন্দি ছবিতেও। সারা জনপ্রিয় অভিনেতা জয় অর্জুনের কন্যা।

মাত্র ছয় বছর বয়সে ‘দেইভা থিরুমঙ্গলম’ ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এরপর হিন্দি ছবি ‘৪০৪’, ‘এক থি ডায়েন’-এ ইমরান হাশমির বোনের চরিত্রে এবং সালমানের ‘জয় হো’ ছবিতেও অভিনয় করেছেন। 

‘পোনইন সেলভান’ ছবিতে ঐশ্বর্যা রাইয়ের কিশোরী রূপে তাকে দেখা গেছে। এছাড়া ‘সিক্রেট সুপারস্টার’, ‘থালাইভি’, ‘লভ হোস্টেল’, ‘ব্ল্যাক ফ্রাইডে’-এর মতো সিনেমাতেও কাজ করেছেন সারা।

জানা গেছে, ‘ধুরন্ধর’ ছবিতে রণবীর-সারার মধ্যে থাকবে ঘনিষ্ঠ দৃশ্যও। তবে সারার চরিত্র কতটা গুরুত্বপূর্ণ, তা এখনো প্রকাশ্যে আসেনি। চলতি বছরের ৫ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি। তার আগে বয়সের ব্যবধান নিয়ে সমালোচনার মধ্যেই ছবি ঘিরে তৈরি হয়েছে কৌতূহল।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে আছেন ফরিদা পারভীন
শারীরিক অবস্থার উন্নতি, কেবিনে আছেন ফরিদা পারভীন
স্টারডামে ক্লান্ত জয়া, ফিরতে চান শিকড়ে
স্টারডামে ক্লান্ত জয়া, ফিরতে চান শিকড়ে
এক মলাটে গণঅভ্যুত্থানের সব গান
এক মলাটে গণঅভ্যুত্থানের সব গান