ববি হাজ্জাজ
বিএনপিকে সংস্কারবিরোধী বলে অপপ্রচার চালানো হচ্ছে


ভিওডি বাংলা ডেস্ক:
ববি হাজ্জাজ বলেছেন, ‘বিএনপি সংস্কারবিরোধী বলে একটা অপপ্রচার চলছে। অপপ্রচার কে করছে, এটা এক্সাক্টলি খতিয়ে দেখার বিষয়। কয়েকটা দল থেকে পরিষ্কার আওয়াজ আসছে যে বিএনপি সংস্কারবিরোধী।’ সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঐকমত্য যে আলোচনাগুলো এই আলোচনাগুলো কিছু কম্প্রমাইজেসের মাধ্যমে হয়। আমার দলের পক্ষ থেকে আমরা আমাদের প্রিন্সিপালের সঙ্গে পুরোপুরি সাংঘর্ষিক না হওয়া পর্যন্ত আমরা কম্প্রমাইজ করতে রাজি। এমন অনেকগুলো দলকেই দেখেছি কম্প্রমাইজ করে যাচ্ছে। এর মধ্যে বিএনপিকেও আমরা দেখেছি যে তারা কমপ্রমাইজে এগিয়ে আসছে। কমা-বেশি সবাই এটা এগিয়ে আসছিল। কিন্তু একটা পর্যায়ে গিয়ে কয়েকটা দল এরকম একটা পজিশন নিল স্পেশালি যে নতুন একটা দল আছে। তাদের সঙ্গেও আরো কিছু দল আছে সম্পৃক্ত এই মুহূর্তে। তারা এমন একটা পজিশন নিল যে তাদের সাথে পুরোপুরি একমত না হলে আপনি সংস্কারবিরোধী।
পুরোপুরি একমত না হলে এমন কথাও এসেছে যেমন মনে করেন এনসিসি একটা ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলে একটা আইডিয়া উনারা নিয়ে এসেছেন। এমন কথাও এসেছে যে একটা দলের প্রধান এ কথা বলেছে এনসিসি যে সাপোর্ট করে না সে ফ্যাসিবাদ বাংলাদেশে পুনরায় আবার আনতে চায়। মানে এই ধরনের কথাগুলো অত্যন্ত দুঃখজনক।’
তিনি আরও বলেন, ‘কিছু দলের আওয়াজটা এভাবে এসেছে যে তাদের সঙ্গে পুরোপুরি একমত যদি আপনি না হন তাহলে আপনি সংস্কারবিরোধী এবং এই জায়গায় অত্যন্ত দুঃখের সঙ্গে আমি বলব যে সরকারে আছেন বা সরকারের হয়ে কথা বলছেন এ রকম অনেকে একই সঙ্গে এটার সঙ্গে একটু তালে তাল মিলিয়েছেন। এটাও দুঃখজনক কারণ সরকার পজিশনে আপনি যখন থাকবেন তখন আপনার কমপ্লিট আনায়াস থাকতে হবে।
আপনি আমাকে পছন্দ করতে পারেন। আপনি নুরকে পছন্দ করতে পারেন। আপনি অন্য কোনো দলকে পছন্দ করতে পারেন। আপনি বিএনপিকেও পছন্দ করতে পারেন। কিন্তু আপনার জায়গা থেকে এগুলো কোনো বায়াস আলোচনা একেবারেই মানানসই নয়।’
এনডিএম চেয়ারম্যান বলেন, ‘ওই জায়গা থেকে একটা আলোচনা আসে যে তখন যদি কেউ এই মিসইনফরমেশনটা ছড়াতে চায় বা ইচ্ছাকৃতভাবে ডিসইনফরমেশন প্রচার করতে চায় তাহলে এটা আরো সহজ সহজতর হয়ে যায়। কারণ সরকার পক্ষ থেকে এটার বাতাস দেওয়া হচ্ছে। আর সরকার পক্ষ থেকে যখন বাতাস দেওয়া হয় একই সঙ্গে কিছু রাজনৈতিক দল এটাকে বাতাস দিচ্ছেন তখন আসলে বিএনপিরও একটা দায়িত্ব চলে আসে যে এটা পজিটিভলি এবং শক্তভাবে এটার বিপরীতে আওয়াজ তোলা।’
ভিওডি বাংলা/এম
নির্বাচনে তরুণদের চোখে এগিয়ে বিএনপি
ভিওডি বাংলা ডেস্ক
সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) এবং …

কেন্দ্রীয় নেতাকে মারধর, চার নেতাকে বহিষ্কার
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের বোদা উপজেলায় কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মাসুদ রানা …

আনিসুল-রুহুল আমিন-মুজিবুলকে অব্যাহতি
জ্যেষ্ঠ প্রতিবেদক
জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম …
