• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

জাতীয় পার্টির নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

   ৭ জুলাই ২০২৫, ০৫:১৯ পি.এম.
ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের, গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে পার্টির মহাসচিব মোঃ মুজিবুল হক চুন্নুকে অব্যাহতি প্রদান করেন। সেই শুন্য পদে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীকে জাতীয় পার্টির মহাসচিব পদে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

সোমবার (৭ জুলাই) জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বিষয়টি নিশ্চিত করেছেন।

দলের সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ ও মজিবুল হক চুন্নু দলের চেয়ারম্যানের সঙ্গে দ্বন্দ্বে জড়ান। এই বিষয়টিকে কেন্দ্র করে অবশেষে মহাসচিব পদ থেকে মুজিবুল হক চুন্নুকে সরিয়ে দিলেন জি এম কাদের।

দলীয় সূত্র জানায়, কয়েকজন প্রেসিডিয়ামের সদস্যকেও বাদ দেওয়া হচ্ছে। নতুন সিদ্ধান্ত হয়েছে, আরো কয়েকজনকে প্রেসিডিয়ামের সদস্য হিসেবে মনোনীত করার। 

এ আদেশ ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।


ভিওডি বাংলা/ এমএইচ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের ব্যাপারে একমত বিএনপি
উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের ব্যাপারে একমত বিএনপি
নির্বাচনী ব্যয়সীমা ৪০ লাখ টাকা চায় এনডিএম
নির্বাচনী ব্যয়সীমা ৪০ লাখ টাকা চায় এনডিএম
ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি চাঁদাবাজি করছে : ফয়জুল করিম
ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি চাঁদাবাজি করছে : ফয়জুল করিম