• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলোর অনৈক্য-অনিশ্চয়তা

   ৭ জুলাই ২০২৫, ০৩:৫১ পি.এম.
প্রতীকী ছবি

ডেস্ক রিপোর্ট

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য, সন্দেহ ও অনিশ্চয়তা বেড়েই চলেছে। নির্বাচনের সম্ভাব্য সময় ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যে হলেও একটির পর একটি ইস্যু সামনে এনে দলগুলো পরস্পরবিরোধী অবস্থান নিচ্ছে।

বিএনপি বলছে, বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হবে না। জামায়াতে ইসলামী আরও কঠোর ভাষায় বলেছে, নির্বাচন আগে নয়, আগে পরিবেশ তৈরি করতে হবে। এনসিপি বলছে, জুলাই হত্যাকাণ্ডের বিচার, নতুন সংবিধান ও সংস্কার ছাড়া নির্বাচনের প্রশ্নই ওঠে না। ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতির দাবি জানিয়েছে, যা বিএনপি প্রত্যাখ্যান করেছে।

এমন অবস্থায় সরকারের নির্বাচন আয়োজন নিয়ে রাজনৈতিক আস্থার সংকট তৈরি হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন ফেব্রুয়ারি-এপ্রিলের মধ্যে নির্বাচনের প্রস্তুতির কথা বললেও কোনো তারিখ জানায়নি। স্থানীয় সরকার নির্বাচন নিয়েও দলগুলোর মধ্যে মতানৈক্য রয়ে গেছে।

দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ। কিন্তু বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী কার্যক্রমের কারণে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়েছে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ইতিমধ্যে গণহত্যায় সম্পৃক্ত থাকায় আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সাময়িক নিষিদ্ধ করেছে। নির্বাচন কমিশনও দলটির নিবন্ধন স্থগিত রেখেছে। ফলে বিএনপির প্রতিপক্ষ হিসেবে বর্তমানে রাজনীতির মাঠে রয়েছে জামায়াত-এনপিসপি-বেশকিছু ইসলামী রাজনৈতিক দল।

সংশ্লিষ্ট সূত্রমতে, বিএনপির জোটসঙ্গী জামায়াত ইসলামী আগামীতে সরকারে থাকবে নাকি বিরোধী দলে যাবে—সেটিও এখনো অস্পষ্ট। এছাড়াও বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে এখনো পর্যন্ত কিছু মিত্রের সাথে সমঝোতা হয়নি। তাছাড়াও বিএনপিকে রাজনৈতিক মাঠে চাপে রাখার জন্য জামায়াত-এনসিপি-ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথকভাবে টার্গেট করে বক্তব্য দিয়ে যাচ্ছে। গত ১২ জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস যুক্তরাজ্য সফরে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করে শর্তসাপেক্ষে ফেব্রুয়ারিতে নির্বাচন প্রশ্নে যৌথ ঘোষণা দিয়েছেন। সেই ঘোষণার পর নির্বাচন নিয়ে কিছুটা অনিশ্চয়তা কেটে যায়। কিন্তু জামায়াত-এনসিপি লন্ডন বৈঠকে যৌথ ঘোষণা নিয়ে আপত্তি তোলে। এর মধ্যে গত ৩০ জুন প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোনালাপ করেন। সেই ফোনালাপে উভয়পক্ষ দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এসব বিভাজন ও অনিশ্চয়তা নিরসনে জরুরি ভিত্তিতে রাজনৈতিক ঐকমত্য দরকার, নইলে নির্বাচনের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।

ভিওডি বাংলা/ডিআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি চাঁদাবাজি করছে : ফয়জুল করিম
ক্ষমতায় যাওয়ার আগেই বিএনপি চাঁদাবাজি করছে : ফয়জুল করিম
জাতীয় পার্টির নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
জাতীয় পার্টির নতুন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
সংরক্ষিত নারী আসনের দরকার নেই: পাপিয়া
সংরক্ষিত নারী আসনের দরকার নেই: পাপিয়া